ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

ড্রেসিংরুমের সামনে রেফারিকে মারতে গিয়েছিলেন নেইমার!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৩ ২০:৪৮:৫০
ড্রেসিংরুমের সামনে রেফারিকে মারতে গিয়েছিলেন নেইমার!

কোস্টারিকার বিপক্ষে ঘটনার শুরু মাঠে হলেও সেটার ‘বন্য’ রূপ নেয় ড্রেসিংরুমে ফেরার পথে। গ্যালারিতে থাকা ভক্তদের সেটা চোখ এড়ায়নি। ৪৫ মিনিটের বিরতির সময় আরও ক্ষেপে ওঠেন নেইমার। তেড়ে যান রেফারির দিকে। তখন মার্সেলো তাকে টানতে টানতে নিয়ে আসেন।

টিভি ফুটেজে দেখা যায়, কখন রেফারি ড্রেসিংরুমের পাশে অবস্থিত স্টাফ রুমের দিকে আসবেন তার জন্য অপেক্ষা করছেন নেইমার। রেফারি আসতেই এই ঘটনা ঘটে।

সবার সামনে রেফারির সঙ্গে প্রায় ‘হাতাহাতি’ শুরু করেন নেইমার। তাকে সরাতে সতীর্থ মার্সেলোকেও যথেষ্ট বেগ পেতে হয়েছে। কয়েক মিনিটের এই ঘটনার পর নেইমারের হয়ে মার্সেলো রেফারির কাছে ক্ষমা চান।

তবে শেষ পর্যন্ত হেসেছেন নেইমার। কেঁদেছেনও তিনি। ম্যাচের অতিরিক্ত সময়ে ২ গোল দিয়ে জয় তুলে নেয় নেইমারের ব্রাজিল। প্রথম গোলটি দেন মিডফিল্ডার ফিলিপ কোটিনহো। দ্বিতীয় গোলটি আসে নেইমারের কাছ থেকে। রেফারির শেষ বাঁশির পর নিজেকে আর আটকে রাখতে পারেননি নেইমার। কেঁদেছেন আবেগে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে