ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

আর্জেন্টিনা-নাইজেরিয়ার ম্যাচ যদি ড্র হলে কী হবে?

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৩ ২০:১২:৩৮
আর্জেন্টিনা-নাইজেরিয়ার ম্যাচ যদি ড্র হলে কী হবে?

শেষ ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে নাইজেরয়ার। আইসল্যান্ড মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার। এই দুটি ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে দ্বিতীয় দলটি হতে যাচ্ছে কারা।

আর্জেন্টিনা ও নাইজেরিয়া ম্যাচে যদি নাইজেরিয়া জিতে তাহলে কোন হিসাব ছাড়াই চলে যাবে নাইজেরিয়া। যদি ম্যাচটি ড্র হয় তাহলে বাদ হবে আর্জেন্টিনা এবং নাইজেরিয়ার অপেক্ষা করতে হবে আই্সল্যান্ড ম্যাচের ফলাফলের উপর।

যদি আইসল্যান্ড ক্রোয়েশিয়াকে হারায় এবং নাইজেরিয়া আর্জেন্টিনার সাথে ড্র করে তাহলে দুই দলের গোল ব্যবধান দেখা হবে। গোল ব্যবধানে যারা এগিয়ে থাকবে তারা যাবে দ্বিতীয় রাউন্ডে। যদি গোল ব্যবধান সমান হয় তাহলে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় যাবে নাইজেরিয়া।

এবার যদি ক্রোয়েশিয়া জিতে এবং নাইজেরিয়া ড্র করে অথবা ক্রোয়েশিয়া আইসল্যান্ডের সাথে ড্র করে তাহলেও যাবে নাইজেরিয়া। অর্থাৎ যদি আইসল্যান্ড ম্যাচটি জিততে না পারে তাহলে ড্রই যথেষ্ট হবে নাইজেরিয়ার জন্য। যদি আইসল্যান্ড জিতে তাহলে আসবে হিসাব।

এবার যদি আর্জেন্টিনা জিতে এবং আইসল্যান্ড হারে তাহলে দ্বিতীয় রাউন্ডে যাবে আর্জেন্টিনা। যদি আর্জেন্টিনা ও আইসল্যান্ড জিতে তাহলে দেখা হবে গোল ব্যবধান। সেখানেও সমান হলে দেখা হবে কার্ডের সংখ্যা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে