ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

ক্রোয়েশিয়ার ‘বিশ্রাম’ সিদ্ধান্তে চটেছে নাইজেরিয়া

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৩ ১৯:৫৯:৩৮
ক্রোয়েশিয়ার ‘বিশ্রাম’ সিদ্ধান্তে চটেছে নাইজেরিয়া

কিন্তু নাইজেরিয়া চুপ করে বসে নেই। খবরটা কানে যাওয়ার সঙ্গে সঙ্গেই দালিচের এমন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেছেন নাইজেরিয়ার অধিনায়ক জন অবি মিকেল। তিনি স্পষ্ট করে বলেছেন, বিশ্বকাপের মতো টুর্নামেন্টে একটা বিশেষ দলকে সুবিধা করে দিতে ক্রোয়েশিয়ান কোচ এই সিদ্ধান্ত নিতে পারেন না। এটা অন্যায়!

প্রথম দুই ম্যাচেই জিতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলেছে ক্রোয়েশিয়া। তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াও এক রকম নিশ্চিত। আগামী মঙ্গলবার আইসল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচটি তাই ক্রোয়েশিয়ার জন্য শুধুই আনুষ্ঠানিকতার। তাদের ভাবনাজুড়ে এখন তাই শুধুই নকআউটপর্বের ম্যাচ। দ্বিতীয় রাউন্ডের সেই কঠিন পরীক্ষার কথা মাথায় রেখে ক্রোয়েশিয়ান কোচ আইসল্যান্ডের বিপক্ষে গুরুত্বহীন ম্যাচে তারকা খেলোয়াড়দের বিশ্রাম দেবেন, এটাই স্বাভাবিক।

কিন্তু জন অবি মিকেলের মতে, এটা মোটেও স্বাভাবিক বিষয় নয়। এটা বরং অন্যায়। তার কথা, দলের তারকা খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে ক্রোয়েশিয়া একটা দলকে বিশেষ সুবিধা দিতে পারে না। গ্রুপের অন্যদলগুলোর কথাও তাদের ভাবতে হবে!

ক্রোয়েশিয়া তারকা খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া মানেই আইসল্যান্ডের জন্য জয়ের রাস্তাটা সহজ হয়ে যাবে! মিকেলের ক্ষোভের কারণ এটাই। ক্রোয়েশিয়ার কাছে প্রথম ম্যাচে ২-০ গোলে হারলেও দ্বিতীয় ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে জিতেছে নাইজেরিয়া। যে জয় নাইজেরিয়ানদের দ্বিতীয় রাউন্ডে উঠার স্বপ্নটাকে করেছে রঙিন।

মঙ্গলবার শেষ ম্যাচে আর্জেন্টিনার সঙ্গে জিতলে সরাসরিই দ্বিতীয় রাউন্ডে পা রাখবে নাইজেরিয়া। সুযোগ থাকবে ড্র করলেও। কিন্তু সেক্ষেত্রে নাইজেরিয়ানদের তাকিয়ে থাকতে হবে ক্রোয়েশিয়া-আইসল্যান্ডের ম্যাচের দিকে। আইসল্যান্ড জিতে গেলে মেলাতে হবে গোল ব্যবধান সমীকরণ। অন্যদিকে ক্রোয়েশিয়ার সঙ্গে যদি আইসল্যান্ড হেরে যায় বা ড্র করে, সেক্ষেত্রে নাইজেরিয়াকে কোনো সমীকরণই মেলাতে হবে না। আর্জেন্টিনার সঙ্গে ড্র করলেও তারা সরাসরি উঠে যেতে পারবে দ্বিতীয় রাউন্ডে।

তাই ক্রোয়েশিয়ার প্রতি মিকেল আকুল আবেদন জানাচ্ছেন বিশ্রাম নীতির সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য। গোল ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে মিকেল স্পষ্ট করেই বলেছেন, ‘আমি মনে করি না এটা ভালো কোনো সিদ্ধান্ত। এটা বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট। বিশ্বকাপ মঞ্চে আপনি দলের সেরা খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে অন্য একটা দলকে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ করে দিতে পারেন না।’

ক্রোয়েশিয়াকে সেরা দল নামানোর আহ্বান জানিয়ে বলেছেন, ‘তাদের অবশ্যই পেশাদার হওয়া উচিত। এবং অবশ্যই সেরা দল নামানো উচিত। এ রকম একটা বড় টুর্নামেন্টে আপনি কিছুতেই সেরা খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে অন্য দলকে পরের রাউন্ডে উঠতে সাহায্য করতে পারেন না।’

গত ৫টি বিশ্বকাপে ৪ বারই আর্জেন্টিনার মুখোমুখি হয়েছে নাইজেরিয়া। মিকেলদের নাইজেরিয়া হেরেছে সেই ৪ বারই। কিন্তু এবার আশাবাদী মেসির আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার ব্যাপারে আশাবাদী মিকেল। প্রথম দুই ম্যাচে আর্জেন্টাইনদের অনুজ্জ্বল পারফরম্যান্সই আশাবাদী করে তুলেছে মিকেলকে। জয় হলে ভালো, না হলে অন্তত ড্র করার ব্যাপারে খুবই আশাবাদী মিকেল। আর সেই ড্র’র ভাবনা ভাবতে গিয়েই তাকে শঙ্কার মধ্যে ফেলে দিচ্ছে ক্রোয়েশিয়া কোচের ‘বিশ্রাম’ সিদ্ধান্ত।

দালিচের বিশ্রাম সিদ্ধান্ত নাইজেরিয়ার মতো আর্জেন্টাইনদেরও নিশ্চয় বাড়তি শঙ্কার মধ্যেই ফেলে দিয়েছে! ক্রোয়েশিয়ার বিপক্ষে আইসল্যান্ড গেলে, সেটা আর্জেন্টাইনদের জন্যও হবে বড় এক ধাক্কা। কারণ, সেক্ষেত্রে নাইজেরিয়ার বিপক্ষে জিতেও মেসিদের মেলাতে হবে গোল ব্যবধান সমীকরণ। যে গোল ব্যবধান সমীকরণে বর্তমানে আইসল্যান্ডের চেয়ে পিছিয়ে আর্জেন্টিনা।

কিন্তু প্রশ্ন হলো, আর্জেন্টিনা-নাইজেরিয়ার মুখের দিকে তাকিয়ে ক্রোয়েশিয়ান কোচ দালিচ কি এরই মধ্যে নিয়ে ফেলা বিশ্রাম সিদ্ধান্ত থেকে সরে আসবেন?

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে