ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

সালাহ এখন চেচনিয়ারও নাগরিক

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৩ ১৮:৪৮:৩৭
সালাহ এখন চেচনিয়ারও নাগরিক

উরুগুয়ের বিপক্ষে গ্রুপ 'এ' থেকে রাশিয়া ২০১৮ বিশ্বকাপের প্রথম ম্যাচে হেরেছে মিসর। চ্যাম্পিয়ন্স লিগে পাওয়া চোট থেকে পুরো মুক্ত ছিলেন না বলে সেই ম্যাচে সালাহর খেলা হয়নি। ০-১ গোলে হেরেছে দল। পরের ম্যাচে স্বাগতিক রাশিয়ার বিপক্ষে খেললেন। কিন্তু সেই ম্যাচেও ১-৩ গোলের হার। তাতে এক ম্যাচ হাতে রেখেই শেষ সালাহদের বিশ্বকাপ মিশন।

কিন্তু এই মৌসুমে লিভারপুলের হয়ে যেভাবে খেলেছেন তাতে ক্রিস্তিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও নেইমারের পরের নামটি হয়ে গেছে সালাহ। বিশ্বকাপে মিসরের ট্রেনিং বেজ চেচেন রাজধানী গ্রজনি। সেখানে সালাহর সাথে ৪১ বছর বয়সী চেচেন প্রধানকে দেখা গেছে সময় কাটাতে। মিসর দলের জন্য ডিনারের আয়োজনও করেছিলেন তিনি।

টেলিগ্রামে শক্তিমান নেতা কাদিরভ সালাহকে তার দেশের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়ে শুক্রবার লিখেছেন, 'মোহাম্মদ সালাহ এখন চেচনিয়ার অনারারি নাগরিক! ঠিক আছে না! মিসর ও লিভারপুলের জন্য খেলা এই গ্রেট ফুটবলারের জন্য আজ রাতে আমি এই ডিক্রিতে সই করেছি।'

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমর্থনে কাদিরভ চেচনিয়াকে লৌহকঠিন হাতে সামলান। হিউম্যান রাইটস সংগঠনের নিন্দার শিকার হন নিয়মিত। এই নেতা ফুটবলের অসম্ভব ভক্ত হিসেবে পরিচিত। দেশের ফুটবলের উপরও তার নিয়ন্ত্রণ। সালাহকে দেখা গেছে এই নেতার সাথে হাসিমুখে হাত মেলাতে। মিসরের শেষ ম্যাচ সোমবার। প্রতিপক্ষ সৌদি আরব।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে