ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

কাবায়েরো এখন ভাবছেন, কেনই বা এসেছিলাম ফুটবলে!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৩ ১৭:২৫:৪৭
কাবায়েরো এখন ভাবছেন, কেনই বা এসেছিলাম ফুটবলে!

শুরুর আগে নিজের স্ত্রী ও মেয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। তখন অনেকেই শুভেচ্ছা জানিয়েছিলেন চেলসির ৩৬ বছর বয়সী এই গোলরক্ষককে। কিন্তু ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হারের পর ব্যাপারটা রীতিমতো বিপর্যয়ে রূপ নিয়েছে। অকথ্য সব মন্তব্যে ভরে গিয়েছে কাবায়েরোর ইনস্টাগ্রাম। উগ্র সমর্থকেরা এমন একটা ভাব করছেন যেন কাবায়েরোর জন্যই সবকিছু শেষ হয়ে গেছে।

সেরা সময়টা বহু আগেই পেছনে ফেলে এসেছেন। নিয়মিত গোলরক্ষক সার্জিও রোমেরোর চোটে আর্জেন্টিনার গোলবার সামলানোর দায়িত্ব পড়ে গেছে তাঁর কাঁধে। কিন্তু তাঁর শিশুতোষ ভুলেই আর্জেন্টিনাকে প্রথম গোল হজম করতে হয়। তবে কাবায়েরোর শিশুতোষ ভুলটাই যে আর্জেন্টিনার হারের একমাত্র কারণ, তা কিন্তু নয়। তবুও কাবায়োরের দিকে ধেয়ে আসছে উগ্রবাদ আর ঘৃণা তপ্ত হলকা।

কাবায়েরো এখন ভাবতেই পারেন, ফুটবলটা খেলতে গিয়েছিলেন কোন দুঃখে!

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে