ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

বড় ইনজুরিতে ব্রাজিল কোচ তিতে!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৩ ১৭:২৩:২০
বড় ইনজুরিতে ব্রাজিল কোচ তিতে!

শুক্রবার কোস্টারিকার বিরুদ্ধে গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে গোল উদযাপনের সময় ইনজুরিতে পড়েন টিটে।

প্রথম ম্যাচে ড্র’র পর কোস্টারিকা ম্যাচেও নির্ধারিত সময়ে গোল পায়নি ব্রাজিল। পরে অতিরিক্ত সময়ে ফিলিপে কৌতিনহো ও নেইমার গোল করে দলকে ২-০ ব্যবধানের জয় এনে দেন।

কৌতিনহোর গোলের পর ডাগআউট ছেড়ে আনন্দ করতে করতে মাঠের মধ্য চলে যাচ্ছিলেন টিটে। কিন্তু তখনই মাটিতে লুটিয়ে পড়েন। টিটের পড়ে যাওয়ার ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়।

ম্যাচ শেষে টিটে নিজেই বলেছেন, তিনি ইনজুরিতে পড়েছেন। টিটে বলেন, ‘আমার মাংশপেশীতে কিছুটা টান লেগেছে। আমি তাদের সঙ্গে উদযাপন করতে যাচ্ছিলাম কিন্তু আমাকে থেমে যেতে হয়।’

ইনজুরির জন্য দলের রিজার্ভ গোলকিপার এডারসন মোরাইসকে দোষ দিতে পারেন টিটে। তিনিই দৌড়াতে গিয়ে পেছন থেকে কোচকে ফেলে দেন।

মাত্র দুদিন আগেই ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট ইনজুরিতে পড়েন। তাকে হাসপাতালেও যেতে হয়। এক্সরেতে দেখা যায়, কাঁধে চোট পেয়েছেন ইংলিশ বস। পরের ম্যাচগুলোতে গোল উদযাপনের সময় সাউথগেটকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে