ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

মেসিদের অনুরোধেই বিশ্বকাপে থাকছেন সাম্পাওলি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৩ ১৭:১০:৪৫
মেসিদের অনুরোধেই বিশ্বকাপে থাকছেন সাম্পাওলি

ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে হারার পরেই গুঞ্জন ওঠে বিশ্বকাপের মাঝপথেই সাম্পাওলির বিদায় হতে পারে। আর্জেন্টাইন মিডিয়ার অনেকে খেলোয়াড়দের নানান অভিযোগ নিয়েও নানান খবর প্রচার করে। কিন্তু সেটি শেষ পর্যন্ত ঢোপে টিকলো না।

গতকাল রাশিয়াতে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের প্রধান তাপিয়া, কোচ সাম্পাওলি, বেকাসেসে, স্কোলানির সঙ্গে বৈঠক করেন আর্জেন্টিনার ফুটবলাররা। এবং সেখানেই খেলোয়াড়রা অনুরোধ করেন, বিশ্বকাপে সাম্পাওলিকেই রাখতে। নাইজেরিয়ার বিপক্ষে তার অধীনেই খেলার ইচ্ছা প্রকাশ করেন খেলোয়াড়রা। আর্জেন্টাইন সাংবাদিক হাভিয়ের লানজা এক টুইট বার্তায় এটি নিশ্চিত করেন।

বলা চলে, আরেকবার দলকে সুগঠিত করার সুযোগ পেলেন সাম্পাওলি। আগের ম্যাচের বাজে ফরমেশন দলকে ডুবিয়েছিল। সেখান থেকে নিশ্চয়ই বেরুতে চাইবেন সাবেক চিলি ফুটবল দলের কোচ সাম্পাওলি। তবে সুপার ঈগলদের বিপক্ষে কোন ফরমেশনে দলকে খেলাবেন সেটি নিয়েই রাজ্যের চিন্তা সবার মাঝে। নাইজেরিয়ার বিপক্ষে একটি জয়ই আর্জেন্টিনাক দ্বিতীয় রাউন্ডে পৌঁছে দিবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে