ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

আর্জেন্টিনা-নাইজেরিয়ার জ্বর বাড়ালেন ক্রোয়েশিয়া কোচ!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৩ ১৭:০২:৩২
আর্জেন্টিনা-নাইজেরিয়ার জ্বর বাড়ালেন ক্রোয়েশিয়া কোচ!

প্রথম দুই ম্যাচেই জিতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলেছে ক্রোয়েশিয়া। তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াও এক রকম নিশ্চিত। আগামী মঙ্গলবার আইসল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচটি তাই তাদের জন্য শুধুই আনুষ্ঠানিকতার। নকআউট পর্বের কঠিন পরীক্ষার কথা মাথায় রেখে স্রেফ আনিুষ্ঠানিকতায় রূপ নেওয়া ম্যাচে দালিচ দলের তারকা খেলোয়াড়দের বিশ্রাম দেবেন, সেটাই স্বাভাবিক!

কিন্তু ক্রোয়েশিয়া কোচের জন্য যেটা স্বাভাবিক, সেটাই আর্জেন্টিনা-নাইজেরিয়ার জন্য সর্বনাশের কারণ। ক্রোয়েশিয়া তারকা খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া মানেই যে আইসল্যান্ডের জয়ের রাস্তা প্রশস্ত হওয়া! আর শেষ ম্যাচে আইসল্যান্ড জিতলে, সেটা আর্জেন্টিনা-নাইজেরিয়া দুই দলের জন্যই মহা দুশ্চিন্তার বিষয়।

ক্রোয়েশিয়া দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে। ডি গ্রুপ থেকে তাদের সঙ্গে দ্বিতীয় রাউন্ডে উঠবে আর একটি মাত্র দল। তো সেই ‘এক’-এর লড়াইয়ে টিকে আছে আর্জেন্টিনা, নাইজেরিয়া, আইসল্যান্ড-তিন দলই। তবে আপাত দৃষ্টিতে সবচেয়ে সহজ সমীকরণ নাইজেরিয়ার জন্য। শেষ ম্যাচে আর্জেন্টিনার সঙ্গে জিতলেই তারা উঠে যাবে দ্বিতীয় রাউন্ডে। কিন্তু আর্জেন্টিনার সঙ্গে তাদের শেষ ম্যাচটা যদি ড্র হয়?

নাইজেরিয়াকে তখন তাকিয়ে থাকতে হবে ক্রোয়েশিয়া-আইসল্যান্ডের ম্যাচের দিকে। সেই ম্যাচে ক্রোয়েশিয়া জিতলে তো বটেই, ড্র হলেও নাইজেরিয়া মেতে উঠতে পারবে উল্লাসে। কিন্তু যদি আইসল্যান্ড জিতে যায়! সেক্ষেত্রে আইসল্যান্ড ও নাইজেরিয়া, দুই দলেরই পয়েন্ট হবে সমান ৪ করে। তখন মেলাতে হবে গোল ব্যবধান সমীকরণ। ক্রোয়েশিয়ার বিপক্ষে আইসল্যান্ড জিতলে তাই সেটা হবে নাইজেরিয়ার জন্য বিপদের কারণ। ক্রোয়েশিয়া কোচের তারকা খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার ঘোষণা তাই নাইজেরিয়াকে শঙ্কার মধ্যেই ফেলে দিয়েছে!

শঙ্কায় ফেলেছে আর্জেন্টিনাকেও। প্রথম ম্যাচে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে ৩-০ গোলের বড় হার আর্জেন্টাইনদের স্বপ্নের প্রদীপটা প্রায় নিভিয়েই দিয়েছিল! লিওনেল মেসিদের নিবু নিবু সেই প্রদীপটা কাল আবার নতুন করে জ্বেলে দিয়েছে নাইজেরিয়া। তবে তারপরও মঙ্গলবার তাদের অন্তত দুটি সমীকরণ মেলাতে হবে। যার একটি মেলানোর ক্ষমতা তাদের হাতে।

নাইজেরিয়ার বিপক্ষে তাদের জিততেই হবে। তবে শুধু জিতলেই হবে, তাকিয়ে থাকতে হবে ক্রোয়েশিয়া-আইসল্যান্ডের ম্যাচের দিকে। কোনোভাবে আইসল্যান্ড যদি জিতে যায়, সেটা হবে আর্জেন্টাইনদের জন্য বড় বিপদের কারণ। কারণ, তখন দ্বিতীয় রাউন্ডে উঠার মানদণ্ড হবে গোল ব্যবধান। যে মানদণ্ডে এখনো আইসল্যান্ডের চেয়ে পিছিয়ে আর্জেন্টিনা।

তাই নিজেদের জয় কামনার পাশাপাশি আর্জেন্টাইনরা নিশ্চিতভাবেই মঙ্গলবার আইসল্যান্ডের পরাজয় চাইবে। কিন্তু ক্রোয়েশিয়া কোচ যদি সত্যিই তারকা খেলোয়াড়দের বিশ্রাম দেন, তাহলে আইসল্যান্ডের জয়ের পথটা সহজ হয়ে যাবে। স্বাভাবিকভাবেই দালিচের বিশ্রাম নীতির ঘোষণা আর্জেন্টাইনদের ফেলে দিয়েছে শঙ্কার মধ্যে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে