ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

রেকর্ড গড়ল ‘বুকের বা পাশে’

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৩ ১৪:০৪:৪২
রেকর্ড গড়ল ‘বুকের বা পাশে’

গত ১৯ তারিখ এনটিভির ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ১ ঘন্টা ১২ মিনিটের নাটকটি। মুক্তির দুই দিনেই নাটকটির ভিউ হয়েছে ১০ লাখেরও বেশিবার। যা ইউটিউবে খুব অল্প সময়ে অনন্য মাইলফলক। এই রেকর্ড গড়ার পথে ‘ব্যাচ ২৭’ ও ‘বড় ছেলে’কে পেছনে ফেলেছে ‘বুকের বা পাশে’।

সবমিলিয়ে চারদিনে নাটকটি দেখা হয়েছে ১৩ লাখের উপরে। টেলিফিল্মের রেকর্ডে উচ্ছ্বসিত পরিচালক মিজানুর রহমান আরিয়ান। বলেন, ‘মনে হচ্ছে নিজের কাজের সাথে নিজেই প্রতিযোগিতা করছি। ভালো লাগছে এই ভেবে যে খেলার মৌসুমে দর্শক এই টেলিফিল্মটি দেখেছেন।

আরিয়ান আরো বলেন, ‘এর আগে দুই দিনের মধ্যে কোনো টেলিফিল্মের দর্শক ১০ লাখ আমি দেখিনি। আমি সত্যিই অভিভূত।’

মেহজাবীন বলেন, ‘বুকের বা পাশে টেলিফিল্মটি থেকে খুব ভালো সাড়া পাচ্ছি। এত তাড়াতাড়ি দর্শক টেলিফিল্মটি ভালোভাবে গ্রহণ করেছেন জেনে ভালো লাগছে। কাজটা অনেক কষ্টের মধ্য দিয়ে আমরা করেছিলাম। এখন ভালো সাড়া পেয়ে খুব ভালো অনুভূতি হচ্ছে।’

অন্যদিকে আফরান নিশো বলেন, ‘আমার খুব ভালো লাগছে। বিশ্বকাপের মৌসুমে দর্শক নাটক দেখছে, এটা তার প্রমাণ। এ জন্য পুরো টিমের প্রতি আমি কৃতজ্ঞ। পুরা টিমকে অভিনন্দন জানাই।’

টেলিফিল্মটিতে আফরান নিশো ও মেহজাবীন ছাড়া আরো অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, সুষমা সরকার, শেলী আহসান প্রমুখ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে