ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

‘প্রেমে পড়লে পানিও শরবত মনে হয়’

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৩ ১৩:৫৭:২২
‘প্রেমে পড়লে পানিও শরবত মনে হয়’

যদিও এর আগে ক্যাটরিনার সঙ্গে এই নায়কের প্রেমের সময়ও মায়ের কাছে সহযোগিতা পেয়েছেন বলে শোনা যায়।

রণবীর-আলিয়ার প্রেম নিয়ে ভারতের গণমাধ্যমে একের পর এক গসিপ হলেও এ বিষয়ে দুই তারকার কেউই মুখ খোলেননি। এদিকে সম্প্রতি চলচ্চিত্র সমালোচক অনুপমা চোপড়া এক সাক্ষাৎকারে রণবীর কাপুরকে প্রশ্ন করেন, তুমি তো বহুবার প্রেমে পড়েছো, কখনও কী তোমার এই বিষয়টাকে জটিল বলে মনে হয়েছে? জবাবে রণবীর বলেন, ‘প্রেমে পড়া পৃথিবীর সব থেকে সুন্দর জিনিস। প্রেমে পড়লে সবকিছুই সুন্দর লাগে। তখন যদি পানিও খাওয়া হয়, সেটাও শরবত লাগে।’কিছুদিন আগে রণবীর জানান, আমার একজন স্ত্রী থাকুক, নিজের সন্তান আসুক। আমি স্ত্রী, সন্তান নিয়ে সংসার করতে চাই।

বিয়ের ইঙ্গিত কিন্তু আলিয়াও দিয়েছেন। নায়িকার ভাষ্য, তিনিও ৩০ বছরের আগেই বিয়ে করতে চান। আলিয়াকে ইদানিং নিজের কাছে কাছে রাখতে রণবীরের জ্যাকেট গায়ে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে।

রণবীর আলিয়া দুই তারকাই অতীতে একাধিক প্রেম করেছেন। তবে তাদের প্রেম কতদিন টেকে, এই বিষয়টি নিয়েও সংশয় রয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে