ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

ম্যাচে গোলে থাকতে নেইমারদের ‘সে'ক্সে’র পরামর্শ রোমারিওর অতঃপর যা করলো নেইমার!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৩ ১৩:৪৭:১৮
ম্যাচে গোলে থাকতে নেইমারদের ‘সে'ক্সে’র পরামর্শ রোমারিওর অতঃপর যা করলো নেইমার!

তিনি বলেন, আমি মনে করি সেক্স এমন একটা মাধ্যম যা খেলোয়াড়দের ফিট ও খেলায় ফুরফুরে মেজাজে থাকতে সাহায্য করবে। তাই আমি চাইবো প্রতিটি খেলোয়াড়কে সেক্সয়ের জন্য সুযোগ করে দেওয়া দরকার।রাশিয়া ফুটবল বিশ্বকাপের গেম প্ল্যান নিয়ে প্রস্তুত সবকটি দল৷ কিন্তু এরকম উত্তেজনার ম্যাচে সুস্ত শরীর এবং ঠান্ডা মাথায় গোল করার উপায় কী? উত্তর হল ভরপুর এবং উদ্দাম যৌনতা৷

বিশ্বকাপে উত্তরসূরিদের সেক্স করে গোলে থাকার পরামর্শ দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোমারিও৷ব্রাজিলের উঠতি ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসের উদেশ্যে বিশ্বকাপ জয়ী তারকা রোমারিও পরামর্শ হল ‘যৌনতা উপভোগ কর এবং গোল করতে থাকো৷’ ফুটবল বিশ্বকাপের সঙ্গে অবাধ যৌনতার সম্পর্ক বেশ পুরনো৷ বিশ্বকাপে প্লেয়ারদের সঙ্গেই হোটেল রুমে জায়গা পান ফুটবলারদের স্ত্রী ও গার্লফ্রেন্ডরা৷ শুধু রোমারিও নন অনেকেই বড় ফুটবল ব্যক্তিত্বরা মনে করেন হোটেল রুমের উপভোগ্য যৌনতা মাঠে খেলোয়াড়দের ভালো পারফর্ম করতে সাহায্য করে৷

১৯৯৪ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রোমারিও৷ ওই বিশ্বকাপে পাঁচটি গোল করেছিলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার৷ ম্যাঞ্চেস্টার সিটির উঠতি তারকা ফুটবলারের প্রতিভার উপর বিশ্বাস রেখে রোমারিও বলেন, ‘আমি বিশ্বাস করি ও(জেসুস) নিজের ফুটবল সম্পর্কে জানে৷ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে গোল করতে হবে ওকে৷ রাশিয়ায় নেইমারকে সঙ্গ দিতে রাশিয়ায় আছেন তার বান্ধবী ব্রুনা। ব্রুনা বলেন, এবারের ব্রাজিল দল অনেক বেশি পরিণত এবং শক্তিশালী। আমাদের দেশই রাশিয়া থেকে এবার বিশ্বকাপ নিয়ে ফিরবে।

আপাতত আমি ডেটিংটা দারুণ উপভোগ করছি। নেইমারের সঙ্গে সময় কাটানোর মধ্যে যে রোমান্টিকতা রয়েছে, তার সঙ্গে কোনও কিছুর তুলনা চলে না। ওর মতো সরল, নিষ্পাপ মানুষ দ্বিতীয় কেউ নেই। ও-ই আমার জীবনের সেরা পুরুষ।মাঠে এবং মাঠের বাইরে নেইমারকে মানসিক শক্তি জোগাতে তিনি ব্রাজিলের জনপ্রিয় সিরিয়াল ‘গড সেভ দ্য কিং’-এর অভিনয় থেকেও সরে এসেছেন।ব্রুনা বলেন, এই সিদ্ধান্ত নিয়ে আমার কোনও আক্ষেপ বা দুঃখ নেই।

এই মুহূর্তে নেইমারের পাশে থাকা অনেক বেশি প্রয়োজনীয়। ও তরতাজা থাকলে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা আরও বেশি উজ্জ্বল হয়ে উঠবে। তাছাড়া ব্রাজিল এবার চ্যাম্পিয়ন হলে দেশের মানুষ আনন্দে মেতে উঠবেন। তাঁদের মুখে হাসি ফোটাতে আমিও যে দায়বদ্ধ।আমার একটাই পরামর্শ পুরোদমে যৌনতা উপভোগ করতে পারলে সেই দিনটা ওর হয়ে উঠবে৷ তবে হ্যাঁ, সঙ্গে মাঠে মনোযোগী হতে হবে৷’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে