ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

ধৈর্য্যের ফল দুটি গোলঃ কৌতিনহো

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৩ ১৩:২৭:৩৩
ধৈর্য্যের ফল দুটি গোলঃ কৌতিনহো

পুরোটা সময় দারুণ খেলা কৌতিনিয়ো জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। তবে বার্সেলোনার এই মিডফিল্ডার জানান, তার কাছে ব্রাজিলের জয়ই গুরুত্বপূর্ণ।

“জয়টা ব্রাজিলের প্রাপ্য। (নিজের গোল নিয়ে) বলটা এলো কোনো বাধা না পেয়ে এবং গাব্রিয়েল (জেসুস) ভালোভাবে আড়াল করে রাখল এবং আমিও গোল করতে পারলাম। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল দলের জয়।”

“আমরা যেমনটা প্রত্যাশা করেছিলাম, ম্যাচটা তেমন কঠিন ছিল কিন্তু আমরা প্রথম মিনিট থেকে জয়ের লক্ষ্য নিয়ে খেলছিলাম। ম্যাচের শেষ পর্যন্ত আমরা ধৈর্য ধরেছি এবং গোল দুটি ছিল তার পুরস্কার।”

শেষ মুহূর্ত পর্যন্ত হাল না ছাড়ার শিক্ষাটা দেওয়ার জন্য কোচ তিতের প্রতিও কৃতজ্ঞতা জানান কৌতিনিয়ো। প্রতিপক্ষ কোস্টা রিকার প্রশংসাও করেন তিনি।

“অনেক মানসম্পন্ন খেলোয়াড়, শক্তিশালী ডিফেন্স এবং মিডফিল্ড নিয়ে গড়া দল কোস্টা রিকা। আর আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল শেষ মিনিট পর্যন্ত হাল না ছাড়া। এটা এমন কিছু যেটা প্রফেসর (তিতে) সবসময়ই প্রাধান্য দেন… শেষ পর্যন্ত মানসিকভাবে শক্তিশালী থাকতে বলেন।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে