ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

বিশ্বকাপে টিকে থাকার ম্যাচে সুইডেনের বিপক্ষে যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে জার্মানি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৩ ১৩:২৩:৩৭
বিশ্বকাপে টিকে থাকার ম্যাচে সুইডেনের বিপক্ষে যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে জার্মানি

মেক্সিকোর কাছে একটা ম্যাচ হার লো’র দুনিয়াই বদলে দিয়েছে। তার সুখের সংসারে ছোটখাটো চিড়ও। কোচিং নিয়ে প্রশ্ন উঠেছে খোদ দলের ভেতরে। জোয়াকিম লো জানেন সুইডেন ম্যাচ জিতে গেলে এসব উধাও হয়ে যাবে। তার জন্য বেশ সাবধানী তিনি।

জার্মান কোচ তার চেনা ৪-২-৩-১ ছকেই শনিবার দল নামাবেন। মেক্সিকো ম্যাচে পরিবর্ত হিসাবে নামলেও সুইডেনের বিরুদ্ধে শুরু থেকে খেলার সম্ভাবনা রয়েছে রিউসের। গত ম্যাচে লো তিনজন পরিবর্ত ফুটবলার নামিয়েছিলেন।

সুইডেন ম্যাচে সামনে থাকবেন ওয়ার্নার। তার একটু পিছনে মুলার, রিউস ও ওজিল। তাদের বল জোগানোর দায়িত্বে ক্রুস ও খেদিরা। তবে ডিফেন্সে বোয়ার্টেং ও কিমিচের সঙ্গে লো পাচ্ছেন না ম্যাটস হামেলসকে। ইনজুরির কারণে খেলতে পারবেন তিনি। হামেলসের না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন লো’। আরেক ডিফেন্ডার প্ল্যাটনহার্ডের জায়গায় ফিরবেন হেক্টর।জার্মানির শুরুর সম্ভাব্য একাদশ:-

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে