ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

কক্সবাজারে হচ্ছেনা বাংলাদেশ-শ্রীলঙ্কা ‘এ’ দলের ম্যাচটি; তবে…

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৩ ১৩:২১:০২
কক্সবাজারে হচ্ছেনা বাংলাদেশ-শ্রীলঙ্কা ‘এ’ দলের ম্যাচটি; তবে…

দুই দলের প্রথম চার দিনের ম্যাচটি হওয়ার কথা ছিল কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। কিন্তু উপকূলীয় শহরে খারাপ আবহাওয়ার কারণে ম্যাচটি সরিয়ে আনা হয়েছে।তবে কক্সাবাজরের পরিবর্তে দুই দলের ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

২৬ জুন প্রথম চার দিনের ম্যাচটি শুরু হবে। দ্বিতীয় ম্যাচটি হবে ৩ জুলাই। কক্সবাজারে হবে দ্বিতীয় ম্যাচটি। ১০ জুলাই তৃতীয় ম্যাচটি হবে সিলেটে। ১৭, ১৯ এবং ২২ জুলাই তিনটি একদিনের ম্যাচ খেলবে দুই দল। প্রতিটি ম্যাচ হবে সিলেট স্টেডিয়ামে।

গত বৃহস্পতিবার কক্সবাজারে পৌঁছে গিয়েছিলেন ‘এ’ দলে সুযোগ পাওয়া সাব্বির রহমান, সৌম্য সরকাররা। শুক্রবার তারা সেখান থেকে চলে যান চট্টগ্রামে। শনিবার থেকে অনুশীলনে নামার কথা রয়েছে ক্রিকেটারদের। শনিবার সকালে ঢাকা পৌঁছে সঙ্গে সঙ্গে চট্টগ্রাম চলে যাবেন শ্রীলঙ্কান ক্রিকেটাররা।

বাংলাদেশ ‘এ’ দল: সাদমান ইসলাম, সৌম্য সরকার, মিজানুর রহমান, আফিফ হোসেন, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, সাইফ উদ্দিন, নাঈম হাসান, রিশাদ আহমেদ, সাইফ হাসান, জাকির হোসেন, তুষার ইমরান, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি, মোসাদ্দেক হোসেন সৈকত।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে