ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

আর্জেন্টিনার বিপক্ষে গোল করা নিয়ে যে হুমকি দিলেন নাইজেরিয়ান ফরোয়ার্ড

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৩ ১৩:০৭:৫৩
আর্জেন্টিনার বিপক্ষে গোল করা নিয়ে যে হুমকি দিলেন নাইজেরিয়ান ফরোয়ার্ড

২০১৪ সালের বিশ্বকাপেও একই গ্রুপে ছিল আর্জেন্টিনা ও নাইজেরিয়া। সেবার গ্রুপ পর্বের ম্যাচে ২-৩ ব্যবধানে হেরে গিয়েছিল নাইজেরিয়া। দলের পক্ষে দুই গোলই করেন মুসা। শুক্রবার আইসল্যান্ডের বিপক্ষেও দুই গোল করেছেন তিনি। অথচ এই আইসল্যান্ডের বিপক্ষেই গোল পেতে ঘাম ঝরেছে আর্জেন্টাইন খেলোয়াড়দের।

ম্যাচ শেষে মুসা জানিয়েছেন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি তাদের জন্য গুরুত্বপূর্ণ ঠিক, কিন্তু খুব একটা কঠিন নয়। মুসা বলেন, ‘আমরা জানি আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটির গুরুত্ব কতোটা। এই ম্যাচটি আমাদের জন্য বাঁচা-মরার লড়াই এবং আমাদের অবশ্যই জিততে হবে। তবে আর্জেন্টিনার বিপক্ষে গোল করা কঠিন কিছু নয়।’

আগামী ২৬ জুন মঙ্গলবার আর্জেন্টিনার বিপক্ষে খেলবে নাইজেরিয়া। সেই ম্যাচে জিতলেই পরের পর্বের টিকিট পেয়ে যাবে আফ্রিকান সুপার ঈগলরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে