ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

দুই দশক পর আইফা অ্যাওয়ার্ডের মঞ্চ মাতাবেন রেখা?

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৩ ১২:৫৪:৪৯
দুই দশক পর আইফা অ্যাওয়ার্ডের মঞ্চ মাতাবেন রেখা?

এমন রেখাকে এবার আর শুধু অ্যাওয়ার্ড দিতে নয়, দেখা যাবে অন্য এক ভূমিকায়। ২১ বছর পর আইফা(আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র একাডেমি) অ্যাওয়ার্ডের অনুষ্ঠান দেখা যাবে রেখার ডান্স পারফরম্যান্স। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের সংবাদ প্রতিদিন পত্রিকা।

রুপালি পর্দায় কখনও উমরাও জান হয়ে মাতিয়েছেন। তো কখনও ‘সালাম-এ-ইশক্’ গানে তার নাচ সিনেমা প্রেমীদের মন ভরিয়েছে। ৭০-এর দশকে রূপে-গুণে-নাচে-অভিনয়ে হিন্দি ছবির জগতে নিজের ছাপ ফেলেছিলেন রেখা। সেই রেখা শেষবার ১৯৯৭ সালে আইফা অ্যাওয়ার্ডের মঞ্চ মাতিয়েছিলেন। ২১ বছর পর চিরতরুণী অভিনেত্রী ফের পারফর্ম করবেন ব্যাংককে হতে চলা ১৯ তম আইফা অ্যাওয়ার্ডের মঞ্চ। তার নাচ দেখতে মুখিয়ে রয়েছেন ভক্তরা।

বয়স ৬৩। এই বয়সে অনুষ্ঠানের মঞ্চে পারফর্ম করার ক্ষমতা ক’জনেরই বা হয়ে থাকে? সেই অসম্ভবই সাধন করে অবাক করতে চলেছেন রেখা। ইতিমধ্যেই নাচের জন্য নিজের পোশাকের অর্ডার দিয়েছেন রেখা। এই প্রথম রেখার জন্য পোশাক ডিজাইন করার সুযোগ পেয়েছেন মণীশ মালহোত্রা। কিন্তু কোন গানে নাচতে দেখা যাবে তাকে? না, আপাতত সেসব বিস্তারিত কিছু জানানো হচ্ছে না। তবে দর্শকদের জন্য যে চমক থাকছে, তা রেখার কথাতেই স্পষ্ট।

সাংবাদিক সম্মেলনে বলেন, ‘আমার আরেক নাম রহস্যময়ী (মিস্ট্রি)। এখনই যদি সব বলে দেই, তাহলে কী করে হবে?’ রেখা ছাড়াও আসন্ন আইফা অ্যাওয়ার্ডের মঞ্চ মাতাবেন রণবীর কাপুর, বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুর, লুলিয়া ভান্তুর, অর্জুন কাপুর, কৃতি শ্যানন এবং ববি দেওল। তবে চোটের কারণে শাহিদ কাপুরের পারফরম্যান্স দেখা হবে না দর্শকদের। সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে করণ জোহর এবং রীতেশ দেশমুখকে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে