ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

আর্জেন্টিনার পরাজয়ে ভক্তের আত্মহত্যা!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২২ ২০:৫৪:৪১
আর্জেন্টিনার পরাজয়ে ভক্তের আত্মহত্যা!

গতকাল ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হারের পর সুইসাইড নোট লিখে নিরুদ্দেশ হয়ে যান ডিনু অ্যালেক্স নামে কেরালার এক যুবক। তার ওই নোটে মালায়ালাম ভাষায় তিনি লেখেন, ‘আমি যা দেখার সব দেখে ফেলেছি। আর কী দেখার আছে আমার? আমি নদীতে ঝাঁপ দিতে যাচ্ছি।’

ডিনুর সুইসাইড নোট পাওয়ার পর তার পরিবার খুব দ্রুতই পুলিশের সঙ্গে যোগযোগ করে। কেরালা প্রদেশের পুলিশ মনে করছে, ডিনু অ্যালেক্স কাছেরই কোনো নদী বা পুকুরে ঝাঁপ দিয়েছে। তাই তারা আশপাশের নদীগুলোতে খোঁজ করে দেখছে।

ডিনু অ্যালেক্সের বাবা গণমাধ্যমকে বলেন, ‘ডিনু আর্জেন্টিনার একজন পাঁড় সমর্থক ছিল। তার মোবাইলে্র ওয়ালপেপারে সার্বক্ষণিক মেসির ছবি থাকে। আর্জেন্টিনার হারের পর সে তার বন্ধুদের কাছ থেকে এ নিয়ে বিদ্রূপের শিকার হয়। তাই সে সুইসাইড নোট লিখে নিরুদ্দেশ হয়ে যায়।’

কেরালা পুলিশের ধারণা ডিনু তার বন্ধুদের এড়িয়ে যেতেই নিরুদ্দেশ হয়েছে। তারা সার্বক্ষণিক এই ঘটনার তদন্ত করে যাবেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে