ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

‘মেসির চেয়ে রোনালদো ভালো’

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২২ ২০:৫৩:৩৩
‘মেসির চেয়ে রোনালদো ভালো’

রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বে আইসল্যান্ডের বিপক্ষে ড্র ও ক্রোয়েশিয়ার বিপক্ষে হার নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। দুটো ম্যাচের একটিতেও নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারেননি আর্জেন্টিনার তারকা খেলোয়াড় লিওনেল মেসি। এ কারণে ঝড় বইছে আলোচনা-সমালোচনার।

অন্যদিকে পর্তুগালের হয়ে একাই লড়ছেন দলের তারকা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো। দলের হয়ে একাই চারটি গোল করে নিজেকে করেছেন গোল্ডেন বুটের অন্যতম দাবিদার। তাই সিমিওনে মনে করছেন দুর্বল দলের হয়ে রোনালদোই সেরা।

মেসির প্রসঙ্গে সিমিওনে বলেন, ‘অবশ্যই মেসি ভালো খেলোয়াড়। কারণ ভালো খেলোয়াড়ের সহযোগিতা পায় বলেই সে ভালো। কিন্ত আপনাকে যদি বলা হয় দুর্বল দলের হয়ে কে সেরা, আপনি কার পক্ষ নিবেন? আমি অবশ্যই বলব মেসি থেকে রোনালদোই সেরা।’

ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার খেলা নিয়ে সিমিওনে বলেন, ‘ক্রোয়েশিয়ার বিপক্ষে যে খেলা দেখেছি তাতে আর্জেন্টিনার গত চার বছরের দুরবস্থা প্রকাশ পেয়েছে। খেলার মধ্যে কাউকেই আমি দেখিনি নেতৃত্ব নিয়ে খেলতে, এমনকি কোচও নেতৃত্ব দিতে পারেনি। সবার মধ্যেই গা ছাড়া মনোভাব দেখা গেছে।’

আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলির কোচিং স্টাইল নিয়েও প্রশ্ন তুলেন সিমিওনে। এ সম্পর্কে তিনি বলেন, ‘সাম্পাওলির দল গঠন ও কৌশল দুটোই ভুল ছিল। ক্রোয়েশিয়ার বিপক্ষে যে দুর্বল দল নিয়ে খেলেছে সেটা উচিত ছিল তার আইসল্যান্ডের বিপক্ষে নিয়ে খেলা। যখন কোচরাই দল নিয়ে ঝামেলা পাকিয়ে ফেলে, তখন সেটা খেলোয়াড়দের ভুলের চেয়েও ভয়ঙ্কর হয়ে ওঠে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে