ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

ম্যাচ হারার পর প্রতিপক্ষের ভক্তকে মারধর আর্জেন্টাইন সমর্থকদের (ভিডিও)

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২২ ২০:৫১:৫৩
ম্যাচ হারার পর প্রতিপক্ষের ভক্তকে মারধর আর্জেন্টাইন সমর্থকদের (ভিডিও)

২১ জুন, বৃহস্পতিবার নিজনি নোভগোরদ স্টেডিয়ামে মেসিদের প্রতিপক্ষ ছিল ক্রোয়েশিয়া। এই ম্যাচেও ব্যর্থতার বৃত্ত থেকে বেরোতে পারেনি আলবিসেলেস্তেরা। আগের ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ড্র হলেও ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার সঙ্গী হয়েছে পরাজয়।

ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে ইতোমধ্যেই ঝুলে গেছে আর্জেন্টিনার বিশ্বকাপ ভাগ্য। আর তাতেই যেন দিক হারায় আর্জেন্টাইন ভক্তরা। স্টেডিয়াম থেকে বেরিয়ে যাওয়ার রাস্তায় পাঁচজন মিলে ঘিরে ধরেন প্রতিপক্ষ দলের এক সমর্থককে। তাকে একা পেয়ে উত্যক্ত করার এক পর্যায়ে রীতিমতো টেনে নিচে ফেলে দেয়।

এরপর পাঁচজন মিলে ক্রোয়েশিয়ার ওই সমর্থকের বুকে ও পেটে লাথি মারতে থাকেন, বাদ যায়নি মাথাও। সেখানে উপস্থিত অন্যান্য সমর্থক, স্টেডিয়ামের নিরাপত্তাকর্মী ও ফিফা নিযুক্ত ভলান্টিয়াররা মিলেও তাদের থামাতে পারছিলেন না।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বেশ কিছুক্ষণ পর, তার আগে সেখানে উপস্থিত লোকজন অনাকাঙ্খিত এই ঘটনা ভিডিও করেন। ক্রোয়েশিয়ার ভক্ততে নির্যাতনের এই ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে। নির্যাতনের শিকার ওই ভক্তের সর্বশেষ অবস্থা এখনও জানা যায়নি।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে