ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

‘ব্রাজিলের খেলা দেখতে ভালো লাগে’

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২২ ২০:৪৮:২২
‘ব্রাজিলের খেলা দেখতে ভালো লাগে’

ওদিকে গত ১৪ জুন, বৃহস্পতিবার রাশিয়ার মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে পর্দা উঠেছে ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপের। তার আগেই রাশিয়া বিশ্বকাপের থিম সং ‘লিভ ইট আপ’ প্রকাশ করেছিল ফিফা। বিশ্বকাপে অংশ নেওয়া ৩২টি দলের সদস্যরা প্রতিনিয়ত শানিয়ে নিচ্ছেন নিজেদের পা। ঘাম ঝরাচ্ছেন মাঠের ঘাসের ওপর।

বরাবরের মতো বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনা দলের বাইরেও রয়েছে সমর্থিত দল, সেই ক্ষেত্রে জার্মানির সমর্থকের সংখ্যা অন্যান্য দলের তুলনায় বেশি।

মাঠের চৌহদ্দি পেরিয়ে সমর্থনের এই উন্মাদনা সারা বিশ্বের সাধারণ মানুষ ছাড়াও ছড়িয়ে পড়েছে তারকাদের মধ্যে। আবেশ পড়েছে বাংলাদেশেও। দেশের চেনা তারকারা তাদের গায়ে জড়িয়েছেন নিজ নিজ সমর্থিত দলের জার্সি। ব্যাখ্যাও দিচ্ছেন দল সমর্থনের।

ব্রাজিলের সমর্থক অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। প্রিয়.কমকে তিনি জানিয়েছেন তার ব্রাজিল-প্রীতির পেছনের কারণ। এ ছাড়াও আলাপে উঠে এসেছে বাংলাদেশ ফুটবল টিমের কথাও।

প্রিয়.কম: আপনি কেন ব্রাজিলের সমর্থক?

অপূর্ব: ব্রাজিলের খেলা দেখতে ভালো লাগে। একটা সময় যখন আমি খেলা দেখা শুরু করেছিলাম তখন আসলে ফুল অফ স্টারস ছিল। ওই সময়টায় ব্রাজিল ওয়ার্ল্ড কাপ জিতেছিল। তো, সবকিছু মিলিয়ে সাম হাউ ব্রাজিলের ওপর সেই যে ফ্যান হলাম, আর দল চেঞ্জ করা হয়নি আরকি।

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ছবি: শামছুল হক রিপন/প্রিয়.কম

প্রিয়.কম: বাংলাদেশ ফুটবল দলের খেলা দেখেন কি?

অপূর্ব: বাংলাদেশ টিমের খেলা আসলে দেখা হয় না। অনেস্টলি স্পিকিং। কারণ, একটা বিষয় হচ্ছে যে প্রচারটা অনেক ইম্পরট্যান্ট। বাংলাদেশের খেলা কখন হয় সেটা আমরা জানিই না। জানতেই পারি না। বিশ্বকাপ যেমন ঘটা করে জানানো হচ্ছে বা বাইরের ক্লাবগুলোর খেলা যখন হয়, তখন যেভাবে ঘটা করে স্পোর্টস চ্যানেলগুলোতে দেখানো হয়, বাংলাদেশের খেলার প্রচার কি ওভাবে হয়? ওভাবে কখনো হয় না। এ কারণেই হয়তো দেখা হয় না।

প্রিয়.কম: দল সমর্থনের বাইরে যদি জিজ্ঞাসা করা হয়, নেইমার ও মেসি—এ দুইয়ের মধ্যে কাকে আপনার বেশি পছন্দ?

অপূর্ব: ডেফিনেটলি মেসি।

জেনে নিন কবে কবে খেলবে ব্রাজিল

এবার প্রথম রাউন্ডে ব্রাজিল খেলছে গ্রুপ ‘ই’-তে। এ গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়া। ব্রাজিল বনাম সুইজারল্যান্ডের খেলা হয়েছে ১৭ জুন। এটি টিভি পর্দায় দেখা গেছে বাংলাদেশ সময় রাত ১২টায়। খেলাটি ১-১ গোলে ড্র হয়। ব্রাজিল বনাম কোস্টারিকার খেলা আজ ২২ জুন। এটি টিভি পর্দায় দেখা যাবে সন্ধ্যা ৬টায়। আর ব্রাজিল বনাম সার্বিয়ার খেলা ২৭ জুন। টিভিতে প্রচার হবে সে দিন রাত ১২টায়। বাংলাদেশের নাগরিক টিভি, মাছরাঙা ও জিটিভিতে খেলা দেখা যাবে।

ব্রাজিলের রেকর্ড

ব্রাজিলের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। ব্রাজিলই একমাত্র দল যারা প্রতিটি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এ পর্যন্ত তারা মোট পাঁচবার বিশ্বকাপ ট্রফি জিতেছে। ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালের আসরে তারা চ্যাম্পিয়ন হয় এবং একমাত্র দল যারা প্রতিটি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। ১৯৭০ সালে ব্রাজিল জুলে রিমে ট্রফি স্থায়ীভাবে নিজেদের দখলে নেয়। ব্রাজিল ২০১৪ সালের বিশ্বকাপের স্বাগতিক দেশ ছিল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে