ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

আর্জেন্টিনার পরাজয়ে যা বললেন আমাদের ক্যাপ্টেন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২২ ২০:৪১:৩১
আর্জেন্টিনার পরাজয়ে যা বললেন আমাদের ক্যাপ্টেন

ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনা দলকে আমার আর্জেন্টিনা মনে হয়নি। মনে হয়েছে অচেনা কোনো দলের খেলা দেখছি। প্রথমার্ধে কিছুটা লড়াই করলেও দ্বিতীয়ার্ধে মাঠে তাদের কোনো কর্তৃত্বই ছিল না। মেসিকেও নিয়ে সবার যে প্রত্যাশা ছিল, সে তার সামান্যটুকুও পূরণ করতে পারেনি। মাঠে তার খেলা আর্জেন্টিনাকে কোনোভাবেই প্রভাবিত করেনি। বাকিরাও থেকে গেছে আড়ালে। আসলে এমন দল নিয়ে বিশ্বকাপে লড়াই করা কঠিন।

ক্রোয়েশিয়ার খেলায় দারুণ গতি ছিল। সত্যিকারের ফুটবল তারাই উপহার দিয়েছে। পুরো মাঠ চষে বেরিয়েছেন লুকা মদ্রিচ-ইভান র‌াকিটিচরাই। বলতে গেলে ক্রোয়েশিয়ার বিপক্ষে পাত্তাই পায়নি আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে ক্রোয়েশিয়া ছিল অপ্রতিরোধ্য। আর্জেন্টিনার গোলরক্ষকের ভুলে এগিয়ে গিয়ে ক্রোয়েশিয়া হয়ে উঠেছিল দুর্বার। মদ্রিচের গোলটি নিয়ে আলাদা করে বলতেই হবে। তার করা গোলটি এখন পর্যন্ত রাশিয়া বিশ্বকাপের অন্যতম সেরা গোল।

লিওনেল মেসিকে সেভাবে দোষ দিয়েও লাভ নেই। হতে পারে সে তার সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি। কিন্তু মেসি তার সতীর্থদের কাছ থেকে সেভাবে কিন্তু বলও পায়নি, যেখান থেকে সে আক্রমণ করবে। মেসি তো আর রক্ষণভাগের খেলোয়াড় নয় যে, নিচ থেকে বল নিয়ে উপরে উঠে যাবে। আসলে মেসির সঙ্গে আর্জেন্টিনার অন্যান্য খেলোয়াড়দের বোঝাপড়ার গ্যাপটা রয়েই গেছে। মেসিকে কাজে লাগাতে পারেনি তারা।

এ ছাড়া কোনো বিভাগেই আর্জেন্টিনাকে ভালো করতে দেখা যায়নি। ক্রোয়েশিয়ার বিপক্ষে তাদেরকে আমার পরিণত দলও মনে হয়নি। রক্ষণভাগ থেকে শুরু করে মাঝমাঠ, আক্রমণভাগ; সবখানেই আর্জেন্টিনার দুর্বলতা ফুটে উঠেছে। যেটাকে কাজে লাগিয়েছে ক্রোয়েশিয়া। আর্জেন্টিনা যে ফুটবল খেলেছে তাতে ফল এর চেয়ে আরও খারাপ হতে পারত। এমন ভঙ্গুর দল নিয়ে নাইজেরিয়ার বিপক্ষে তারা কেমন করে, সেটাই এখন দেখার বিষয়।

আজ ব্রাজিল মাঠে নামছে কোস্টারিকার বিপক্ষে। তারাও প্রথম ম্যাচে ড্রয়ের ফাঁদে আটকে গিয়েছিল। তবে এই ম্যাচে আমি ব্রাজিলকেই এগিয়ে রাখব। নেইমার, কোটিনহো, হেসুস, পলিনহোদের নিয়ে গড়া ব্রাজিলের দলটি এবার দারুণ। প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে সেভাবে খেলতে না পারলেও আমার ধারণা, আজকের ম্যাচ দিয়ে নিজেদের চেনা ছন্দে ফিরবে তারা।

সার্বিয়ার বিপক্ষে সুইজারল্যান্ডকে এগিয়ে রাখতে চাই। যদিও সার্বিয়ার মতো জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে পারেনি সুইসরা। কিন্তু ব্রাজিলের বিপক্ষে তারা যে লড়াই করেছে, সেটা আজ করতে পারলে সার্বিয়ার পক্ষে সম্ভব হবে না জয় পাওয়া। বাকি ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে আইসল্যান্ডই ফেবারিট। তবে বিশ্বকাপে টিকে থাকতে নাইজেরিয়াও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। এই ম্যাচে জমজমাট লড়াই হবে বলে মনে হচ্ছে আমার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে