ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

দোষ স্বীকার করে নিলেও শাস্তির মুখে চান্দিমাল-হাথুরুরা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২২ ২০:২৬:৪৬
দোষ স্বীকার করে নিলেও শাস্তির মুখে চান্দিমাল-হাথুরুরা

প্রথমে প্রতিবাদ জানালেও পরে অবশ্য নিজের দোষ স্বীকার করে নেন চান্দিমাল। এবার আইসিসির কাছে ভুল স্বীকার করে নিয়েছেন শ্রীলঙ্কা দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে আর ম্যানেজার আসাঙ্কা গুরুসিংহেও। তাতেও রেহাই মিলছে না। দুই থেকে চার টেস্ট কিংবা চার থেকে আটটি সীমিত ওভারের ম্যাচে নিষিদ্ধ হতে পারেন তারা।

আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন শ্রীলঙ্কা দলের বিরুদ্ধে আচরণবিধির লেভেল থ্রি ভঙ্গের অভিযোগ এনেছেন। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, 'এই ধরণের কাজকে ক্রিকেটের আইনের মারাত্মক লঙ্ঘন। খেলার চেতনারও বিরোধী এটা।'

চান্দিমাল, হাথুরুসিংহে এবং গুরুসিংহের ভাগ্য কি হবে, সেটি নির্ধারণের জন্য আইসিসি জুডিশিয়াল কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে মাইকেল বেলহফকে। তিনিই সব কিছু যাচাই বাছাই করে শাস্তির মাত্রা ঠিক করবেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে