ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

পরিসংখ্যানে ব্রাজিল বনাম কোস্টারিকা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২২ ১৬:০৩:২২
পরিসংখ্যানে ব্রাজিল বনাম কোস্টারিকা

সাম্বা, ধ্রুপদী কিংবা শৈল্পিক ফুটবলের ধারক ব্রাজিল। বিশ্বকাপের বাছাই পর্ব’তো বটেই প্রস্তুতি ম্যাচগুলেতেও একচেটিয়া আধিপত্য সেলেসাওদের। তবে হেক্সা মিশনের শুরুতেই যেন ধাক্কা। তিতে শিষ্যরা ড্র করেছে অপেক্ষাকৃত দুর্বল সুইজারল্যান্ডের বিপক্ষে।

সে ম্যাচ নিয়ে এখনও চলছে চুলচেরা বিশ্লেষণ। এরই মধ্যে নিজেদের দ্বিতীয় ম্যাচে কনকাকাফের প্রতিনিধি কোস্টারিকার বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় ব্রাজিল। যে দলটির বিপক্ষে একরাশ সুখস্মৃতি মার্সেলো বাহিনীর।

দু’দলের ১০ দেখায় মাত্র ১বারই ব্রাজিলের বিপক্ষে জয় পেয়েছিলো কোস্টারিকা। বিশ্বকাপের ২ দেখায় ব্রাজিল ৬ গোল দিয়েছে প্রতিপক্ষের জালে। তবে ২০০৬ সালের পর কোস্টারিকার বিশ্বকাপে টানা দুই ম্যাচ না হারার পরিসংখ্যান কিছুটা চিন্তার ভাজ ফেলতেই পারে কোচ তিতের কপালে।

হেড টু হেড:-ম্যাচ–১০ব্রাজিল–০৯কোস্টারিকা–০১ড্র–০০

তবে সেখানেও আছে স্বস্তি। কারণ ইনজুরির শঙ্কা কাটিয়ে এ ম্যাচের জন্য পুরো ফিট দলের প্রাণ ভ্রমরা নেইমার। আগের ম্যাচে সাফল্য না পেলেও উইলিয়ান-জেসুস-পাওলিনহো’তেই ভরসা রাখছেন কোচ।

তবে বল পজিশনে এগিয়ে থেকেও ফরোয়ার্ডদের গোল মিসের মহড়া, নতুন করে ভাবাচ্ছে তিতে’কে। বিশেষ করে নিজেদের সবশেষ ৫ ম্যাচে ৯০ শর্টের মাত্র ৩৮টিই অন টার্গেটে রাখতে পেরেছে সেলেসাওরা।

অন্যদিকে সার্বদের বিপক্ষে হোঁচট খেয়ে বিশ্বকাপ শুরু করা কোস্টারিকা তাকিয়ে এ ম্যাচটির দিকে। ছোট দলের বড় তারকা রিয়াল স্টার কেইলর নাভাস।

আছেন ইপিএলে খেলা রুইস, উরিনা, গ্যাম্বোয়ার মতো ফুটবলার’রা। তাইতো এবারের অঘটনের বিশ্বাকাপে তকমাটা আরো চওড়া করতে চাবেই অস্কার রামিরেজের শিষ্যরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে