ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

ক্রোয়েশিয়ার কাছে হেরে কোচের বিরুদ্ধে বিদ্রোহ মেসিদের!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২২ ১২:১৮:৪৬
ক্রোয়েশিয়ার কাছে হেরে কোচের বিরুদ্ধে বিদ্রোহ মেসিদের!

সেবাস তেম্পোনির টুইটার থেকে জানা যায়, আর্জেন্টিনার খেলোয়াড়রা নাকি নিজেদের মধ্যে মিটিং করেছে। তারা নাইজেরিয়ার বিপক্ষে সাম্পাওলির অধীনে খেলতে চায় না। তার বদলে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের সদস্য হোর্হে বুরুচাগাকে কোচ হিসেবে চেয়েছে তারা। বুরুচাগা ১৯৮৬ সালে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার হয়ে জয় সূচক গোলটি করেছিলেন।

এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচেই ধাক্কা খেয়েছিল আর্জেন্টিনা। নবাগত আইসল্যান্ডের কাছে ১-১ গোলের ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ওই ম্যাচে পেনাল্টি শ্যুট মিস করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন মেসি। পরের ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে এখন নক আউট পর্বে ওঠাই কষ্টকর হয়ে পড়েছে। পরবর্তী ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে জিতলেও নক আউট পর্ব নিশ্চিত হবে না তাদের। সে জন্য তাকিয়ে থাকতে হবে আইসল্যান্ডের পরবর্তী ম্যাচের ওপর।

মঙ্গলবার গ্রুপপর্বের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে