ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

হারের দায় নিজ কাঁধে নিলেন আর্জেন্টিনার কোচ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২২ ১১:২২:০২
হারের দায় নিজ কাঁধে নিলেন আর্জেন্টিনার কোচ

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচেও তেমন আরেক পরীক্ষা নিরীক্ষা চালিয়ে একাদশ গড়েন সাম্পাওলি। যার ফলাফল দেখা দেয় ভয়াবহ। মাত্র ১ জন পরীক্ষিত ডিফেন্ডার নিয়ে একাদশ সাজান তিনি। যা খুব সহজেই ভাঙেন মদ্রিদ, মানজুকিচ, রাকিতিচরা। এছাড়া ফরোয়ার্ডেও প্যাভন, ডি মারিয়া, দিবালাদের বাইরে রেখেই খেলতে নেমে যান আর্জেন্টিনার কোচ।

ম্যাচ শেষে তাই নিজের পরিকল্পনার ভুল স্বীকার করতে দ্বিধান্বিত হননি সাম্পাওলি। হারের দায় নিজ কাঁধে নিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাম্পাওলি বলেন, ‘ম্যাচের সিদ্ধান্তগুলো নেয়ার দায় আমার। কাবায়েরো (আর্জেন্টিনার গোলরক্ষক) এখানে দায়ী নয়। আমি খুবই আশাবাদী ছিলাম এবং আমার পরিকল্পনা সাজিয়েছিলাম।’

নিজের পরিকল্পনায় গলদের কথা জানিয়ে আর্জেন্টাইন কোচ বলেন, ‘এই হারে আমি অনেক বেশি কষ্ট পেয়েছি। সম্ভবত আমি ম্যাচের পরিস্থিতি ঠিকভাবে ধরতে পারিনি। এই ম্যাচের আগে আমরা দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করার জন্য মুখিয়ে ছিলাম। অথচ ম্যাচ শেষে আমাদের বিদায়ের ঘণ্টা বাজার প্রস্তুতি সম্পন্ন হল।’

ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের পর প্রথম পর্বেই বাদ পড়ার খুব কাছেই দাঁড়িয়ে আর্জেন্টিনা। দ্বিতীয় রাউন্ডের টিকিট পেতে বেশ কিছু সমীকরণ মিলতে হবে তাদের। তবে তার আগে নিজেদের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে জয় নিশ্চিত করতে হবে আর্জেন্টাইনদের। মঙ্গলবার সুপার ঈগলদের বিপক্ষে ম্যাচটি খেলবে তারা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে