ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

কেমন আছেন কপিল শর্মা?

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২২ ১১:১৭:৫৯
কেমন আছেন কপিল শর্মা?

‘দ্য কপিল শর্মা শো’র সুবাদে এক সময়ে ভারতের অন্যতম জনপ্রিয় সেলিব্রিটি হয়ে উঠেছিলেন তিনি। এবং সেটাই কাল হয়ে দাঁড়ায়।

মদ্যপ অবস্থায় শো-এর অন্যান্য অভিনেতাদের সঙ্গে খারাপ ব্যবহার করায় সহকর্মীরা তার সঙ্গে কাজ করতে অস্বাকীর করেন। ফলে বন্ধ হয়ে যায় জনপ্রিয় ‘দ্য কপিল শর্মা শো’।

পরবর্তীতে ‘ফ্যামিলি টাইম উইথ কপিল শর্মা’ শুরু করেন। কিন্তু, টুইটারে অসংযত মন্তব্য করায় সেই শো-কেও এক মাসের জন্য সাসপেন্ড করা হয়।

স্বাভাবিকভাবেই অবসাদে ভুগতে শুরু করেন এই কৌতুক আর্টিস্ট। চলতি বছরের এপ্রিল মাস নাগাদ, মুম্বাইয়ের একটি বিনোদন ওয়েবসাইট কপিলের মানসিক অবস্থা ঠিক কী রকম, তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদনটি থেকে জানা যায় যে, কাজেও যেন কোনো আগ্রহ নেই কপিলের। নাকি দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটান। এমনকী, তিনি দিনে প্রায় ২৩টি করে ওষুধ খান। অবসাদ এমন পর্যায়ে পৌঁছেছিল যে, ২ এপ্রিল জন্মদিনটিও কপিল কাটান শুধু‌ই ঘুমিয়ে।

সম্প্রতি কপিল শর্মাকে দেখা যায় মুম্বাই বিমানবন্দরে। সঙ্গে ছিল পোষা কুকুরটিও। ক্যামেরা ঝলকে উঠতেই তার মুখে ফুটে ওঠে পরিচিত সেই প্রাণবন্ত হাসিটি। কিন্ত চেহারার এতটাই পরিবর্তন হয়েছে যে, হঠাৎ করে দেখে চেনা মুশকিল— তিনিই সেই হাসির জগতের রাজা কপিল শর্মা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে