ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

‘মেসি অবসর নিলে অবাক হব না’

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২২ ১১:১৭:১৫
‘মেসি অবসর নিলে অবাক হব না’

মেসিও স্মরণীয় করে রাখতে পারতেন নিজের জন্মদিনটি। তবে বর্তমান অবস্থায় দলের শেষ ষোলতে ওঠা নিয়েই রয়ে গেছে সংশয়। মেসির জাতীয় দলের একসময়ের সতীর্থ পাবলো জাবালেতা এই বিশ্বকাপের পর বিশ্বের অন্যতম সেরা এই খেলোয়াড়ের অবসরের সংবাদে অবাক হবেন না বলেই জানিয়েছেন।

বিশ্বকাপের গত আসরের ফাইনালিস্ট আর্জেন্টিনা। অথচ এবার মনে রাখার মত কোন পারফরম্যান্সই করতে পারেনি দলটি। প্রথম ম্যাচে নবাগত আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র, দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলের হার। যদিও এখনো আর্জেন্টিনার আশা আছে শেষ ষোলতে যাওয়ার।

কিন্তু ক্রোয়েশিয়ার বিপক্ষে এমন হারের পর তারকা ডিফেন্ডার জাবালেতা মনে করেন না আর্জেন্টিনার বিশ্বকাপের মত বড় কোন টুর্নামেন্ট জেতা হবে। তাই তিনি মনে করেন বিশ্বকাপের পরই জাতীয় দল থেকে অবসর নেবেন মেসি, 'আমি লিওনেল মেসির জন্য খুবই দুঃখিত। এটাই আর্জেন্টিনার হয়ে কিছু জেতার শেষ সুযোগ ছিল তার জন্য। তাই এরপর আন্তর্জাতিক ফুটবল থেকে সে অবসর নিলে আমি মোটেই অবাক হব না। সে খুবই হতাশ থাকবে। এছাড়া কাতারের বিশ্বকাপ এখনো চার বছর দূরে।'

আর্জেন্টিনার এমন পারফরম্যান্সে হতাশ জাবালেতা। তবে আরও বেশি হতাশ দেশটির ভক্তরা। এই ৩৩ বছর বয়সীর মতে আর্জেন্টাইনরা এই ফলাফল মেনে নেবে না, 'তারা ব্রাজিলে বিশ্বকাপ জয়ের খুব কাছাকাছি গিয়েছিল। তারা টানা দুইটি কোপা আমেরিকাও হেরেছে। আর্জেন্টিনার মানুষরা এখন খুবই রাগান্বিত হবে। তারা বিশকাপের জন্য ক্ষুধার্ত। এই ফলাফল তারা মেনে নেবে না।'

সূত্র : গোল ডট কম।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে