ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

'মেসিকে নিস্ক্রিয় রেখে এসেছে জয়'

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২২ ১১:১৫:০৫
'মেসিকে নিস্ক্রিয় রেখে এসেছে জয়'

এবারের বিশ্বকাপে দলের প্রথম ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে গোল পেয়েছেন ৩২ বছর বয়সী মিডফিল্ডার মদ্রিচ। দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে দৃষ্টিনন্দন একটা গোল করে তিনি এখন আলোচনার শীর্ষে। তবে ম্যাচের স্কোরলাইন যতটা একপেশে ম্যাচ জেতাটা আসলে ততটা সহজ ছিল না বলেই জানিয়েছেন মদ্রিচ। তিনি জানিয়েছেন এই জয় এসেছে আর্জেন্টিনার খারাপ খেলার সুযোগ নেয়াতেই, 'এই ফলাফল এবং আর্জেন্টিনার খারাপ পারফরম্যান্সের কারণ আমাদের ভালো খেলা। মাঠের সবদিকে ব্লক করা বিশেষত যখন আমাদের পায়ে বল ছিল না, তখন তা ভূমিকা রেখেছে।'

মেসি পুরো ম্যাচেই নিষ্ক্রিয় ছিলেন। মাত্র একটি শট নিতে পেরেছেন ক্রোয়েশিয়ার গোলমুখে। প্রথমার্ধে মাত্র ২০বার বলে পা ছোঁয়ানোর সুযোগ পেয়েছেন তিনি। আর এতেই এসেছে সফলতা, 'আমরা মেসিকে নিস্ক্রিয় করেছি, তাকে বল রিসিভ করতে দিই নি। সে আর্জেন্টিনার সবচেয়ে ভয়ঙ্কর খেলোয়াড়।'

এরপর মেসি ও আর্জেন্টিনাকে নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্তব্যটি করেছেন মদ্রিচ, 'মেসি অসাধারণ খেলোয়াড়, কিন্তু সে একা সব করতে পারবে না। ফুটবলে আপনার সাহায্য লাগবেই এবং এটা একা করা সম্ভব না। যদিও সে অনেক অনেক বড় খেলোয়াড়। তবুও তার একার পক্ষে জয় এনে দেয়া সম্ভব না।'

সূত্র : ইএসপিএন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে