ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

নেইমারদের সামনে আজ কোস্টা রিকা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২২ ১১:১৩:২৫
নেইমারদের সামনে আজ কোস্টা রিকা

প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে আশানুরূপ পারফর্ম করতে পারেননি নেইমার। সুইস খেলোয়াড়দের ফাউলের শিকার হয়ে ম্যাচ শেষে খুড়িয়ে খুড়িয়েই মাঠ ছাড়তে হয়েছে তাকে। ফিলিপে কুতিনহো গোল পেলেও অনুজ্জ্বল ছিলেন স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসও। ফলে আক্রমণ ভাগ নিয়ে কিছুটা চিন্তিত হতেই হচ্ছে ব্রাজিল কোচ তিতেকে। তার ওপর নেইমারের চোটও মাথা ব্যথার কারণ হচ্ছে। সুইজারল্যান্ডের বিপক্ষের ম্যাচের পর দুইদিন অনুশীলন করতে পারেননি নেইমার। মঙ্গলবার অনুশীলনে এসেও ১৫ মিনিটই থেকেছেন। তবে এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন নেইমার নিজেই। বুধবার দলের সাথে পূর্ণ সময়ই অনুশীলনে ছিলেন। জানিয়েছেন পুরোপুরি সুস্থ। তবু নেইমারকে নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

এদিকে কোস্টা রিকাও শুরুটা ভাল করতে পারেনি। নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার কাছে ১-০ গোলে হেরেছে দলটি। এর আগে ৯ বার ব্রাজিলের মুখোমুখি হয়েছিল কোস্টা রিকা। যার মধ্যে মাত্র একবারই জিতেছিল তারা। সেটিও প্রায় ৬০ বছর আগের ঘটনা। বিশ্বকাপে দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ২০০২ সালে, কোরিয়া-জাপান বিশ্বকাপে। ওই ম্যাচটি ৫-২ গোলে জিতেছিল ব্রাজিল।

তবে এবারের বিশ্বকাপে সব কিছু ইতিহাসের ধারাবাহিকতায় হচ্ছে না। সেখানেই অনুপ্রেরণা কোস্টা রিকার। আর ভয় ব্রাজিলের। তাই এই ম্যাচের আগে শিষ্যদের সতর্ক করে দিয়ে তিতে বলেছেন, ‘আমরা সব সময় ম্যাচের ফলাফল নিয়ন্ত্রণ করতে পারি না।’ মাঠেই প্রতিপক্ষকে হারিয়ে জয় তুলে নিতে হবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে