ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

এখনো যে কঠিন সমীকরণের সামনে ঝুলছে মেসিদের বিশ্বকাপ ভাগ্য!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২২ ১০:৫৯:০৩
এখনো যে কঠিন সমীকরণের সামনে ঝুলছে মেসিদের বিশ্বকাপ ভাগ্য!

খেলার ৫৩ মিনিটে রেবিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। ৮০ মিনিটে ব্যবধান দ্বিগুণকরেন লুকা মডরিচ। খেলার শেষ মুহুর্তে তথা অতিরিক্ত সময়ে ক্রোয়েশিয়ার হয়ে তৃতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন রাকিতিচ।

আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ শুরু করা আর্জেন্টিনা ১৯৭৪ আসরের পর প্রথমবারের মতো নিজেদের শুরুর দুই ম্যাচে কোনো জয় পেতে ব্যর্থ হল।

২০০২ সালে ইংল্যান্ডের কাছে হারের পর এই প্রথম গ্রুপ পর্বে কোনো ম্যাচে হারল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ক্রোয়েশিয়ার কাছে এই হারের পর দ্বিতীয় রাউন্ডে যাওয়ার চাবি আর নিজেদের কাছে রাখতে পারল না দলটি।

সমীকরণ বলছে, আইসল্যান্ড যদি নাইজেরিয়াকে হারিয়ে দেয় তাহলে বিশ্বকাপের সলিল সমাধি হবে মেসিদের।এছাড়াও নাইজেরিয়া যদি জিতেও যায় তবে নিজেদের শেষ ম্যাচে নাইজেরিয়াকে বড় ব্যবধানে হারাতে হবে মেসিদেরকে।চেয়ে থাকতে হবে নাইজেরিয়া-ক্রোয়েশিয়া ম্যাচের দিকেও।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে