ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

রয়ের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে সহজেই হারালো ইংল্যান্ড

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২২ ১০:৫৬:৫২
রয়ের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে সহজেই হারালো ইংল্যান্ড

অস্ট্রেলিয়ার দেয়া ৩১১ রানের টার্গেটে খেলতে নেমে দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টোর ওপেনিং জুটি থেকে মাত্র ২৩.৪ ওভারেই আসে ১৭৪ রান। তবে এরপর ৬৬ বলে ৭৯ করে বেয়ারস্টো ও দুর্দান্ত শতক হাকিয়ে ৮৩ বলে ১০১ রান করে রয় ফিরে গেলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় অস্ট্রেলিয়া। তবে শেষ দিকে জস বাটলারের অপরাজিত ২৯ বলে ৫৪ রানে ৫.২ ওভার হাতে রেখেই ৬ উইকেটের সহজ জয় তুলে নেয় ইংল্যান্ড।

ফলে পাঁচ ম্যাচ সিরিজে ৪-০ তে এগিয়ে গেল ইংলিশরা।

এর আগে চেস্টার-লি-স্ট্রিটে অস্ট্রেলিয়া বনাম স্বাগতিক ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজির চতুর্থ ওয়ানডেতে ফিঞ্চ-মার্শের জোড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডকে ৩১১ রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়া।

প্রথমে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও ট্রাভিস হেডের ১০১ রানের জুটিতে দুর্দান্ত সূচনা করে অস্ট্রেলিয়া। হেড ৬৩ রান করে ফিরে গেলে দ্বিতীয় উইকেটে শন মার্শের সাথে আবারো ১২৪ রানের জুটি গড়ে ফিঞ্চ।

তবে ফিঞ্চ ১০৬ বলে ১০০ রানের অসাধারণ এক ইনিংস খেলে ফিরে গেলে অস্ট্রেলিয়ার ইনিংসের লাগাম টেনে ধরে ইংল্যান্ড। তবে দুর্দান্ত খেলে নিজের সেঞ্চুরি তুলে নেন শন মার্শ। সিরিজে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। তখন মনে হচ্ছিল নিজেদের স্কোর ৩৫০ এর কাছাকাছি নিবে অস্ট্রেলিয়া। তবে ৯২ বলে ১০১ রান করে মার্শ ফিরে গেলে খেই হারায় অস্ট্রেলিয়া। শেষ দিকে অস্ট্রেলিয়ার আর কোন ব্যাটসম্যান দলের জন্য কোন অবদান না রাখতে পারলে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩১০ রান করে অস্ট্রেলিয়া।

ইংল্যান্ডের ডেভিড উইলি ৪টি ও মার্ক উড ও আদিল রশিদ দুইটি করে উইকেট লাভ করেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে