ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

আজ হারলে বা ড্র করলে যে বিপদের সামনে পড়বে ব্রাজিল!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২২ ১০:৪৩:০৩
আজ হারলে বা ড্র করলে যে বিপদের সামনে পড়বে ব্রাজিল!

ব্রাজিল তাদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে। সেই ম্যাচে সুইসরা ব্রাজিলের বিপক্ষে শারীরিক ফুটবল খেলে। ম্যাচে ২০ বছরের ফুটবল ইতিহাসে নেইমারকে সবচেয়ে বেশি ১০ বার ফাউল করা হয়। তবে সেসব অতীত। ড্র করে এমনিতেই বেশ বিপাকে আছে সেলেসাওরা। শঙ্কায় পড়ে গেছে তাদের পরের রাউন্ডে যাওয়া। কাল ব্রজিল জিতে গেলে কোনো চিন্তা নেই কোচ তিতের। কিন্তু হারলে বা ড্র করলে কি হবে?

নেইমাররা হারলে দুই ম্যাচ শেষে ব্রাজিলের পয়েন্ট হবে…১। শেষ ম্যাচ জিতলেও ব্রাজিলের পয়েন্ট হবে ৪, আর তখন পরের রাউন্ডের তরীটা অন্যদের বৈঠা দিয়ে বইতে হবে নেইমারদের। অর্থাৎ কাল কোস্টারিকার বিপক্ষে হারলে `কপালে বড় দুঃখ` আছে ব্রাজিলের। ড্র করলেও বিপদ। কারণ কাল ড্র করলে এবং পরের ম্যাচটা হারলে ব্রাজিলের পয়েন্ট হবে দুই।

কিন্তু কাল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা কোস্টারিকাকে হারাতে পারলে সব কঠিন হিসেব অনেকটাই সহজ হয়ে যাবে। তখন ব্রাজিলের পয়েন্ট হবে চার। সেই সঙ্গে বেড়ে যাবে আত্মবিশ্বাস। তখন শেষ ম্যাচে সার্বিয়া তেমন একটা বাধা হয়ে দাড়াতে পারবে না।

তাই আজ নিঃসন্দেহে ব্রাজিলের নিজেদের সেরা খেলাটা খেলতে হবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে