ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

তিন পরিবর্তন নিয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামল আর্জেন্টিনা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২১ ২৩:৫৯:০২
তিন পরিবর্তন নিয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামল আর্জেন্টিনা

ডি মারিয়া, লুকাস বিলিয়ার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন এনজো পেরেজ এবং গ্যাব্রিয়েল মার্কাদো। তাছাড়া মার্কস রোহোর পরিবর্তে দলে এসেছেন আকুনিয়া। অন্যদিকে ক্রোয়েশিয়া একই একাদশ নিয়ে খেলতে নেমেছে।

আর্জেন্টিনা একাদশকাবায়েরো, ওটামেন্ডি, সালভিও, মার্কাদো, তাগলিয়াফিকো, মাসেরানো, এনজো পেরেজ, আকুনিয়া, মেসি, আগুয়েরো ও মেজা।

ক্রোয়েশিয়া একাদশড্যানিয়েল সুবাসিচ, ইভান স্ট্রিনিচ, ডোমাগজ ভিদা, সিমে ভ্রাসালকো, ডেজান লভরেন, মারসেলো ব্রজোভিচ, লুকা মদ্রিচ (অধিনায়ক), ইভান রাকিটিচ, আনতে রেবিক, মারিও মানজুকিচ ও ইভান পেরেসিচ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে