ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

ঈদের চলচ্চিত্রের হালচাল

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২১ ২০:২৬:১৭
ঈদের চলচ্চিত্রের হালচাল

এর মধ্যে সর্বোচ্চ ঈদুল ফিতরে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পাঁচটি চলচ্চিত্র। এগুলো হচ্ছে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’, ‘পোড়ামন ২’, ‘পাঙ্কু জামাই’ ও ‘কমলা রকেট’। ঈদের ছবিগুলো দেশের তিন শতাধিক প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে।হলে মুক্তি পেয়েছে শাপলা মিডিয়া প্রযোজিত ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’। এই ছবিই বাকি চারটি ছবিকে ছাপিয়ে ‘সবচেয়ে বেশি’ ব্যবসা করছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা মো. বাদল।

অন্যদিকে নিজের ছবিকে এগিয়ে রাখলেন ‘সুপার হিরো’র নির্মাতা আশিকুর রহমানও। নানা জটিলতা কাটিয়ে ঈদের আগ মুহূর্তে সেন্সর ছাড়পত্র পাওয়া ছবিটি মুক্তি পেয়েছে মধুমিতাসহ দেশের ৭৮টি সিনেমা হলে। সবগুলো হলেই ছবিটি ‘ভালো চলছে’ বলে দাবি আশিকুরের।

তিনটি হলে মুক্তি পাওয়া ‘কমলা রকেট’ চলচ্চিত্রের পরিচালক নূর ইমরান মিঠুরও জানালেন, তার ছবিটিও ‘ভালো চলছে’। সামনের সপ্তাহে আরও কয়েকটি হল বাড়বে। ছবিটি যমুনা ব্লকবাস্টার, স্টার সিনেপ্লেক্স ও কাকরাইলের রাজিয়া সিনেমা হলে চলছে।

বলাকা সিনেওয়ার্ল্ড, শ্যামলী সিনেমা, স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টারসহ ২২টি হলে মুক্তি পাওয়া ‘পোড়ামন-২’ চলচ্চিত্রের বেশিরভাগ শো’ হাউসফুল যাচ্ছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। একই ধরনের দাবি এসেছে ‘পাংকু জামাই’ চলচ্চিত্রের প্রযোজনা প্রতিষ্ঠান থেকেও।

এদিকে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ও মধুমিতা সিনেমা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘পোড়ামন-২’ ছবিটাও ভালো করছে।

আর ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া ও ‘কমলা রকেট’ ছবিগুলো নিয়ে এখনও কিছু বলতে পারছি না। অফিস খুললে পুরোপুরি রিপোর্টটা দিতে পারব।

গত ঈদের সিনেমা হল দুটিতে মুক্তি পেয়েছিল যৌথ প্রযোজনার দুই চলচ্চিত্র ‘নবাব’ ও ‘বস-২’। সেই দুটি ছবির তুলনায় এবারের দুটি চলচ্চিত্র ‘অর্ধেকেরও কম’ ব্যবসা করেছে বলে জানান ‘ক্লিওপেট্রা’র কর্ণধার নজরুল ইসলাম।

মালিকানার পাশাপাশি বুকিং এজেন্ট হিসেবেও কাজ করেন নজরুল। বুকিং এজেন্ট হিসেবে সিলেটের বিজিবি সিনেমা হলে চলা ‘সুপার হিরো’ চলচ্চিত্রেরও হালহাকিকত দিলেন তিনি। সেখানেও ছবিটি খুব ভালো চলছে না। সপ্তাহ খানেকের মধ্যেই ছবিটি নেমে যাওয়ার সম্ভবনা আছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে