ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

দাড়ি ভাগ্যে বিশ্বকাপে গোল পাচ্ছেন রোনালদো!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২১ ২০:০৫:১৯
দাড়ি ভাগ্যে বিশ্বকাপে গোল পাচ্ছেন রোনালদো!

শুধু গোল বন্যার সহস্যের কারণ নয়, এর মাধ্যমে রোনালদো ফাঁস করলেন গত শুক্রবার থুতনি ধরে গোল উদযাপনের রহস্যও। গত শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে স্পেনের মুখোমুখি হয় রোনালদোর পর্তুগাল। ম্যাচে হ্যাটট্রিক করার পথে রোনালদো প্রথম গোলটি করেন পেনাল্টি থেকে।

ম্যাচের শুরুতেই দলকে ১-০তে এগিয়ে দেওয়ার পর রোনালদো গোল উদযাপন করেন থুতনি ধরে। দ্বিতীয় গোলটি করার পরও আগের সেই দৃশ্যটিরই পুনরাবৃত্তি করেন রোনালদো। এবারও গোল উদযাপন করেন থুতনি ধরে। থুতনিতে হাত দিয়ে কাকে যেন কি ইশারাও করেন তিনি।

ব্যস, শুরু হয়ে যায় কানাঘুষা, রোনালদোর এভাবে থুতনি ধরে উদযাপনের রহস্য কি? তবে কানাঘুষা চললেও গণমাধ্যমকর্মীরা মরক্কো ম্যাচের আগ পর্যন্ত সেই রহস্য উদঘাটন করতে পারেননি। মরক্কোর ম্যাচটি বরং তুলে দেয় নতুন আরেকটি প্রশ্ন, হঠাৎ রোনালদো দাড়ি রাখলেন কেন?

তার থুতনিতে এই দাড়িগুচ্ছ স্পেন ম্যাচেও ছিল। কিন্তু তখন দাড়িগুলো এতোটাই ছোটছোট ছিল যে, রোনালদো যে দাড়ি রাখার নিয়তেই দাড়িগুলো রেখে দিয়েছেন, সেটা অনুমান করা যায়নি। তবে গত বুধবার মরক্কোর ম্যাচ সবাইকে জানিয়ে দেয় রোনালদোর দাড়ি রাখার খবর। কারণ, ৫ দিনের ব্যবধানে দাড়িগুলো বড় হয়ে যায়। কাকতালীয়ভাবে এদিনও ম্যাচের শুরুতেই গোল পেয়ে যান রোনালদো। এবং গোল করার উদযাপনে যথারীতি তার হাত চলে যায় থুতনিতে। মানে দাড়িতে।

ব্যস, সাংবাদিকেরা এবার সোচ্চার হয়ে ওঠে তার এই হঠাৎ দাড়ি রাখার কারণ উদঘাটনের জন্য। তা সাংবাদিকদের হতাশ করেননি রোনালদো। বলেছেন, সতীর্থ রিকার্ডো কারেসমার সঙ্গে মজা করেই দাড়িগুলো রেখে দেন তিনি। আর মজা করে রাখা এই দাড়ি ভাগ্যই বিশ্বকাপে তার জন্য বয়ে এনেছে গোল বন্যার উপলক্ষ। ‘এই দাড়ি? এটা আসলে একটা মজা। যা আমি আমার সতীর্থ (রিকার্ডো) কারেসমার সঙ্গে করেছিলাম।’-বুধবার মরক্কোর বিপক্ষে ম্যাচ শেষে বলেছেন রোনালদো।

হঠাৎ দাড়ি রাখার বিষয় নিয়ে মজা করা কেন? রোনালদো জানিয়েছেন, মজাটা আসলে করেছেন এমনিতেই, ‘(স্পেন ম্যাচের আগে) আমরা সাউমাতে ছিলাম। তো আমি শেভ করছিলাম। আর সে আমার পাশেই ছিল। তারপর আমি এ অংশটুকু রেখে দিলাম। তাকে বললাম, আমি যদি পরের দিন গোল করতে পারি, তাহলে এটা বাকি টুর্নামেন্টের জন্য রেখে দিব। আর এটা সত্যি সত্যিই আমার জন্য সৌভাগ্য বয়ে এনেছে। আমি ওই ম্যাচেও (স্পেনের বিপক্ষে) গোল করলাম। এই ম্যাচেও (মরক্কোর বিপক্ষে) গোল করলাম। কাজেই এটা থাকছে।’

মানে পুরো বিশ্বকাপেই দাড়ি দেখা যাবে রোনালদোর মুখে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে