ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

আবারো অধিনায়কত্বে ফিরছেন জয়বর্ধনে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২১ ১৬:১৮:২৬
আবারো অধিনায়কত্বে ফিরছেন জয়বর্ধনে

২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘরোয়া টি-২০ লিগ খেলে যাচ্ছেন জয়াবর্ধনে৷ আইপিএল ও বিপিএলে কোচিংও করান তিনি৷ ২০০২ ও ২০০৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধ সেঞ্চুরি করে লর্ডসের সফরকারী দলের সাজঘরের ‘অনার্স বোর্ড’এ দু’বার নাম তোলা মাহেলা ২০১৫ সালে এমসিসি-র সাম্মানিক আজীবন সদস্যপদ পান৷ ৪১ বছর বয়সি প্রাক্তন শ্রীলঙ্কা তারকা নেপাল ও নেদারল্যান্ডসকে নিয়ে আয়োজিত টি-২০ ট্রাই সিরিজে এমসিসি’র অধিনায়কত্ব করবেন৷

আগামী ২৯ জুন লর্ডসে ট্রিপল হেডার টি-২০’র প্রথম দু’টি ম্যাচে এমসিসি মাঠে নামবে আইসিসি-র দু’টি অ্যাসেসিয়েট দেশের বিরুদ্ধে৷ শেষ ম্যাচে দু’দেশ একে অপরের মুখোমুখি হবে৷

জয়াবর্ধনের নেতৃত্বে এমসিসি-র হয়ে মাঠে নামবেন স্কটল্যান্ডের তিন ক্রিকেটার ডিলান বাজ, অ্যালাসডার ইভান্স ও মার্ক ওয়াট৷ তিন স্কটিশ ক্রিকেটার গত ১০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক ওয়ান ডে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন৷ তাছাড়া এর আগে দু’টি টি-২০ ম্যাচে এমসিসি-র হয়েও মাঠে নেমেছেন তারা৷

গত ছ’বছরে এই নিয়ে দ্বিতীয়বার লর্ডসে খেলতে নামবে নেদারল্যান্ডস৷ অন্যদিকে ২০১৬’র পর আবার ক্রিকেটের ক্রিকেটের বদ্যভূমিতে পা রাখবে নেপাল৷

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে