ক্রোয়েশিয়া বধ করতে যেমন ছক আঁকলো আর্জেন্টিনা
আইসল্যান্ডের বিপক্ষে জয় পায়নি আর্জেন্টিনা। ১-১ গোল ড্র করে বিশ্বকাপকেই শঙ্কায় ফেলে দিয়েছে মেসির দল। আজ ক্রোয়েশিয়ার বিপক্ষে কঠিন লড়াইয়ে জয় ছাড়া বিকল্প নেই তাদের। প্রচণ্ড চাপের এই ম্যাচে কোচ হোর্হে সাম্পাওলির কৌশল কী! এই ম্যাচেও কি আগের ম্যাচের একাদশই মাঠে নামাবেন?
আজ ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন আসতে পারে—এমন ইঙ্গিতই পাওয়া যাচ্ছে সব জায়গায়। আজ বাদ পড়তে পারেন অ্যাঙ্গেল ডি মারিয়া ও মার্কোস রোহোর মতো তারকারাও।
একাদশ অদলবদল করে খেলানোর একটা খ্যাতি আছে সাম্পাওলির। তাঁর অধীনে আর্জেন্টিনা যে ১২টি ম্যাচ খেলেছে, তাঁর কোনোটিতেই তিনি একই একাদশ দ্বিতীয়বার খেলাননি। আজ ক্রোয়েশিয়ার বিপক্ষে জিততে নতুন একটা একাদশই হয়তো দেখা যাবে। নিশ্চয়ই নতুন কোনো নীলনকশা তৈরি করে প্রস্তুত তিনি।
আইসল্যান্ডের বিপক্ষে দলকে ৪-২-৩-১ ফরমেশনে খেলিয়েছিলেন সাম্পাওলি। ক্রোয়াটদের বিপক্ষে দেখা যেতে পারে ৩-৩-৩-১ অথবা ৩-৪-৩। তবে আজ ৪-৩-৩ ফরমেশনকেই প্রাধান্য দেবেন বলে ইঙ্গিত মিলেছে। যেখানে হয়তো জায়গা হবে না আগের ম্যাচের ডিফেন্ডার রোহো, মিডফিল্ডার লুকাস বিগলিয়া ও উইঙ্গার ডি মারিয়ার। তাঁদের স্থলে একাদশে জায়গা পেতে পারেন ডিফেন্ডার গ্যাব্রিয়েল মারকাদো, মিডফিল্ডার ক্রিস্টিয়ান পাভোন ও মার্কোস আকুনা।
গোলরক্ষকের দায়িত্বে থাকবেন যথারীতি কাবায়েরো। আইসল্যান্ডের বিপক্ষে চার ডিফেন্ডার নিয়ে দল সাজিয়েছিলেন সাম্পাওলি। দুই সেন্টারব্যাকের একজন রোহো ছিলেন একেবারেই সাদামাটা। তাই ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডারকে ছাড়াই তিন সেন্টারব্যাক নিয়ে নামতে চাচ্ছেন তিনি। এখানে নতুন মুখ সেভিয়ার ডিফেন্ডার মারকাদো। তিন রক্ষণভাগের সামনে মাঝমাঠে হাভিয়ের মাচেরানোর সঙ্গে ‘ডাবল পিভট’ হিসেবে থাকবেন ম্যাক্সিমিলিয়ানো মেজা। ডান পাশে এদুয়ার্দো সালভিও ও বাঁ পাশে স্পোর্টিং লিসবনে খেলা মার্কাস অ্যাকুইনা। তাঁদের মধ্যে বেনফিকার উইঙ্গার সালভিও শেষ ম্যাচে খেলেছিলেন রাইটব্যাক হিসেবে। ক্রোয়েশিয়ার বিপক্ষে তাঁকে এবার মাঝমাঠে নিয়ে আসতে পারেন সাম্পাওলি। সাম্পাওলি নাকি এখনো নিশ্চিত হতে পারছেন না মেজা, পাভোন ও এনজো পেরেজের মধ্যে কোন দুজনকে খেলাবেন।
লিওনেল মেসিকে দেখা যেতে পারে বার্সেলোনার পরিচিত ট্যাকটিকসে—ডান প্রান্তে। বার্সার মেসিকে মস্কোয় পেতে চাচ্ছেন সাম্পাওলি। স্বাভাবিকভাবে প্রতিপক্ষের রক্ষণভাগের তালা ভাঙার দায়িত্ব মেসির হাতেই। আর বাঁ প্রান্তে ডি মারিয়ার জায়গায় খেলবেন বোকা জুনিয়র্সের নিয়মিত মুখ পাভোন। আর ‘নম্বর নাইন’ হিসেবে সার্জিও আগুয়েরোর ওপরই আস্থা থাকবে কোচের।
সম্ভাব্য একাদশ: উইলি কাবায়েরো (গোলরক্ষক) ; নিকোলাস তাগলিয়াফিকো, নিকোলাস ওটামেন্ডি, গ্যাব্রিয়েল মারকাদো (রক্ষণভাগ) ; মার্কোস অ্যাকুইনা, হাভিয়ের মাচেরানো, ম্যাক্সিমিলিয়ানো মেজা (পেরেজ), এদুয়ার্দো সালভিও (মাঝমাঠ), ক্রিস্টিয়ান পাভোন ( মেজা), লিওনেল মেসি ও সার্জিও আগুয়েরো (ফরোয়ার্ড)।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের নতুন বার্তা
- আজ ২২-১১-২০২৫ তারিখ, জেনেনিন আজকের সৌদি রিয়াল রেট কত
- বাড়লো সৌদি রিয়াল রেট, জেনেনিন আজকের রেট কত
- আরও বাড়লো সৌদি রিয়াল রেট, জেনেনিন আজকের রেট কত
- মাশরাফির মৃত্যু নিয়ে জানা গেল আসল সত্য খবর
- আজ ২৩-১১-২০২৫ তারিখ, জেনেনিন আজকের সৌদি রিয়াল রেট কত
- আজ ২২/১/২০২৫ তারিখ, দেখেনিন আজকের ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- সত্য না গুজব: ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএল খেলতে আসছেন গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস
- ব্রেকিং নিউজ: প্রধান উপদেষ্টার পদত্যাগ, জানা গেল খবরের সত্যতা
- একলাফে বাড়লো মালয়েশিয়ান রিংগিত রেট, জেনেনিন আজকের রেট কত
- চরম দু:সংবাদ: সৌদি হাসপাতালকে লক্ষ্য করে ড্রোন হামলা, ৩০ জন নিহত, আহত বহু
- ব্রেকিং নিউজ: ওবায়দুল কাদেরের পরিবারে নেমে এলো শোকের কালো ছায়া
- শাহজালাল বিমানবন্দরে বিমানটিকে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বা হিনী, সতর্কতা জারি, নিরাপত্তা জোরদার
- ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ইতিহাস গড়লো বাংলাদেশের মেয়েরা
- আজ ২২/১/২০২৫ তারিখ, দেখেনিন আজকের সকল দেশের টাকার রেট