ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

জার্মানিকে হারানোয় মেক্সিকো কোচকে শারীরিক সম্পর্কের আহ্বান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২১ ১৩:০১:৩০
জার্মানিকে হারানোয় মেক্সিকো কোচকে শারীরিক সম্পর্কের আহ্বান

জার্মানির ১-০ গোলে হারের পর মেক্সিকো কোচ জুয়ান কার্লোসকে নিমন্ত্রণ জানান অ্যাসপ্রিলা। অবশ্য নিমন্ত্রণের ধরণটা ছিল সম্পূর্ণ আলাদা। যৌন মিলনের জন্য কোচ জুয়ান কার্লোসকে নিমন্ত্রণ জানান নিউক্যাসেলে খেলা সাবেক এই তারকা।

অ্যাসপ্রিলা টুইটারে তিন মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে লিখেন, ‘মেক্সিকো ঐতিহাসিক জয় পেল। কোচ জুয়ানকে সরাসরি প্রশ্ন করেন, শুধু আপনি বলুন,কোথায় এই তিন রমণীকে পাঠাতে হবে।’

মুহূর্তের মধ্যে টুইটটি ভাইরাল হয়ে যায়। মাত্র ১ ঘণ্টার মধ্যে সাত হাজার লাইক ও তিন হাজার বার রিটুইট করা হয়। এরপরই অ্যাসপ্রিল্লার টুইট ঘিরে শুরু হয় বিতর্ক। পরিস্থিতি আঁচ করেই অবশ্য তা ডিলিট করে দেন তিনি।

গতবছর সেপ্টেম্বরে নিজস্ব ব্র্যান্ডের কনডম বাজারে আনেন অ্যাসপ্রিলা। নীল ছবিতে অভিনয় করার প্রস্তাবও দেওয়া হয়েছিল কলম্বিয়ার প্রাক্তন ফুটবলারকে। যদিও তার প্রস্তাবে সাড়া না দিয়ে মেক্সিকো কোচ দক্ষিণ কোরিয়া ম্যাচের জন্য প্রস্তুতি সারছেন।

এর আগে বিশ্বকাপে আসার আগে নৈশ পার্টিতে নারীদের সঙ্গে সময় কাটিয়ে বিতর্কের মুখে পড়েছিল মেক্সিকো দল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে