ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সৌদি আরবে হঠাৎ বন্ধ আকামা, বিড়ম্বনায় প্রবাসীরা!

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২১ ১২:৪০:৪৭
সৌদি আরবে হঠাৎ বন্ধ আকামা, বিড়ম্বনায় প্রবাসীরা!

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট একটি ভাইরাসে আক্রান্ত হয়েছে। এতে করে তিন সপ্তাহ ধরে দেশটিতে বিদেশিদের বসবাসের অনুমতিপত্র (আকামা) দেওয়া বন্ধ রয়েছে। এর ফলে দেশটিতে বসবাসকারী বেশ কিছু প্রবাসী আটক ও বহিষ্কারের ঝুঁকিতে পড়েছেন।নায়িফ আল হারবি বলেন, ‘আমাদের কাছে থাকা অন্তত ৩৫ জন বিদেশি শ্রমিকের আকামার মেয়াদ শেষ হয়েছে। এরপরও তাঁদের দিয়ে কাজ করানোর কারণে আমাদের প্রতিষ্ঠানের জরিমানা গুনতে হতে পারে।

আকামা সেবাদানের সঙ্গে জড়িত বাসাম আল ইউসুফ জানান, আকামা নবায়ন করতে গিয়ে তিনি অসুবিধার মধ্যে পড়েছেন। আকামার নবায়ন বন্ধ হওয়াতে দেশটিতে বসবাসরত প্রবাসীরা বিপাকে পড়েছে। দ্রুত আকামা নবায়নের দাবি জানান তিনি।দেশটির সংবাদমাধ্যম আল-মদিনার এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিচালিত আবশির ও মুকিম নামের দুটি ওয়েবসাইট শামুন-২ ভাইরাসে আক্রান্ত হয়।

ওই ওয়েবসাইটের মাধ্যমে দেশটির শ্রম মন্ত্রণালয় বিদেশিদের আকামা দিয়ে থাকে। তাই এখন নতুন আকামা দেওয়া ও পুরোনো আকামার নবায়ন বন্ধ রয়েছে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে