ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

গোল বাতিলের সিদ্ধান্তে হাসপাতালে ইরানের কোচিং স্টাফ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২১ ১১:৫৯:৪৯
গোল বাতিলের সিদ্ধান্তে হাসপাতালে ইরানের কোচিং স্টাফ

বুধবার স্পেনের বিপক্ষে ম্যাচে শক্ত ডিফেন্স গড়ে ইনিয়েস্তা-বুসকেটসের প্রায় আটকেই রেখেছিল ইরান। তবু ভাগ্যের সহায়তায় ১টি গোল করে ফেলে স্পেন। ৬৪তম মিনিটে সেই গোল শোধও করে ফেলেছিল ইরান। কিন্তু ইরানি খেলোয়াড়রা উল্লাসে মেতে ওঠার পর ভিএআরের মাধ্যমে জানা যায়, গোলটি ছিল অফসাইড। ফলে বাতিল হয়ে যায় এই গোল।

রেফারির এমন সিদ্ধান্তে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ইরানের কোচিং ম্যানেজম্যান্টের এক সদস্যকে। ম্যাচ শেষে এই তথ্য জানিয়েছেন খোদ ইরানের কোচ। তবে সেই সদস্যের নাম বা পদবী কিছুই উল্লেখ করেননি কার্লোস কুইরোজ।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কুইরোজ বলেন, ‘ম্যাচ হারার চেয়েও আমাদের চিন্তার বড় কারণ হচ্ছে আমাদের দলের এক সদস্য ভিএআর সিদ্ধান্তের পর সাস্থ্যগত ঝুঁকিতে পড়ে গিয়েছে। সে এখন হাসপাতালে। আমরা আশা করছি সব ঠিক হয়ে যাবে। আমাদের সকলের দোয়া তার সাথে রয়েছে।’

স্পেনের বিপক্ষে হারায় ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে নেমে গিয়েছে ইরান। তবে শেষ ম্যাচে পর্তুগালের বিপক্ষে যেকোন ব্যবধানে জয় পেলেই শেষ ষোলোর টিকিট পেয়ে যাবে এশিয়ান পরাশক্তি হিসেবে পরিচিত ইরান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে