ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

কর্মক্ষেত্রে যৌন হয়রানির তদন্ত করবে অস্ট্রেলিয়া

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২১ ১১:২৪:১১
কর্মক্ষেত্রে যৌন হয়রানির তদন্ত করবে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার লিঙ্গ বৈষম্য বিষয়ক কমিশনার কেট জেনকিনস জানান, নারীদের প্রতি যৌন হয়রানি ও বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে বিশ্ব জুড়ে ‘মি টু’ হ্যাশ ট্যাগ প্রচারাভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে। কেট জেনকিনস বুধবার আরও জানান, এ বিষয়ে কঠোর আইনও প্রণয়ন করা হবে।

তবে বিশ্বের গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য এই তদন্তে ১২ মাস লাগতে পারে বলেও জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার। তদন্তে নারীর জন্য কর্মস্থলের যৌন হয়রানির নেপথ্য কারণ ছাড়াও প্রযুক্তি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার নিরীক্ষা করা হবে। পাশাপাশি বর্তমান আইন এবং নীতির কার্যকারিতা পরীক্ষা করে তা সংশোধনও করা হবে।

জেনকিনস জানান, ‘মি টু হ্যাশ ট্যাগের জোয়ারের পর অনেক দেশের নারী তাদের উপর অন্যায় আচরণের বিষয়ে মুখ খুলেছেন। তারা যৌন হয়রানি বন্ধ ছাড়াও নিরাপদ কর্মপরিবেশের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। আমরাও জানি কর্মের স্থানটির উন্নতির প্রয়োজনীয়তা রয়েছে।’

অস্ট্রেলিয়ার মানবাধিকার কমিশন বা এএইচআরসি’র বর্ণনায় দেশটির কর্মক্ষেত্রে যৌন হয়রানি একটি গুরুতর স্থায়ী সমস্যা। তাদের হিসেবে, অস্ট্রেলিয়ায় ১৫ বছর কিংবা তার চেয়ে বেশি বয়সের ২০ শতাংশের বেশি নারী কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার হন।

এমন অবস্থায় কর্মক্ষেত্রে হয়রানি বন্ধের পদক্ষেপ ছাড়াও মানসিকতার পরিবর্তন জরুরী বলে মনে করেন জেনকিনস।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে