ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

বিশ্বকাপের নক আউট পর্ব নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে ডেনমার্ক

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২১ ১১:০০:৩৯
বিশ্বকাপের নক আউট পর্ব নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে ডেনমার্ক

সামারা অ্যারেনায় আরো একবার দৃষ্টি থাকবে ফুটবল দুনিয়ার। কারণ এ ম্যাচের জয় পরাজয়ে অনেকটাই নির্ধারিত হয়ে যাবে গ্রুপ ‘সি’ থেকে কারা যাচ্ছে নক আউট পর্বে। যেখানে মুখোমুখি হচ্ছে দুই মহাদেশের দুই দেশ ডেনমার্ক এবং অস্ট্রেলিয়া।

স্বাভাবিক ভাবেই ফেভারিটের তকমা গায়ে নিয়ে অজিদের বিপক্ষে মাঠে নামবে ডেনিশরা। কারণটাও স্পষ্ট। র‌্যাংকিংয়ে ডেনিশ ডায়নামাইটসদের অবস্থান ১২ নম্বরে। অন্যদিকে এশিয়ার প্রতিনিধিরা রয়েছে ফিফা র‌্যাংকিংয়ের ৩৬ নম্বরে।

তাছাড়া প্রথম ম্যাচে পেরুর বিপক্ষে দারুণ জয়ে বিশ্বকাপ মিশন শুরু করা ডেনমার্ক এ ম্যাচে নিশ্চয়ই থাকবে বাড়তি আত্মবিশ্বাসী। পরিসংখ্যান কথা বলেছে ইউরোপের দেশটির পক্ষে। এর আগে তিন দেখায় ডেনিশদের জয় ২টি আর ১ ম্যাচে হার। তাছাড়া ক্রিস্টিয়ানসেন, এরিকসন, পোলসেন এবং জার্গেনসেনরা রয়েছেন দারুণ ছন্দে। এ ম্যাচে সকারুদের হারাতে পারলে দীর্ঘ দিন পর আবারো নক আউট পর্বে খেলার সুযোগ পাবে ডেনমার্ক।

অন্যদিকে, ২০১০ বিশ্বকাপের পর প্রথম জয়ের খোঁজে মাঠে নামবে এশিয়ার প্রতিনিধি অস্ট্রেলিয়া। সেই পথে প্রথম ম্যাচে ফ্রান্সের বিপক্ষে হারলেও ফরাসীদের বিপক্ষের অজিদের পারফরম্যান্স থেকে আত্মবিশ্বাস খুঁজতে পারে ভ্যান মারউইক শিষ্যরা।

এখন পর্যন্ত ফিফা বিশ্বকাপের নক আউট পর্বে খেলার সুযোগ হয়নি সকারুদের। এবারও সেই পথটা অনেকটাই বন্ধুর হয়ে গেলো প্রথম ম্যাচ হেরে। আসরে টিকে থাকতে হলে ডেনিশদের বিপক্ষে জয় বিকল্প অন্য কিছু চিন্তা করার সুযোগ নেই অজিদের। আর এই জয়ে পেতে সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে অজি তারকা কাহিলকে। সেই সাথে আছেন ক্রুস, রজিক এবং রিসডনরা।

অজি কোচ মারউইক এবং ডেনিশ কোচ হ্যারেইডে এর আগের দেখায় জয়ে পেয়েছে সকারুরা। দুই নতুন মোড়কে দুই কোচের দ্বৈরথে কে এগিয়ে যায় তা জানতে অপেক্ষা করতে হবে আরো কিছুক্ষণ।গ্রুপ ‘সি’র ম্যাচে ডেনমার্কের বিপক্ষে এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের লক্ষ্যে আচ মাঠে নামবে অস্ট্রেলিয়া। একদিকে প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে অস্ট্রেলিয়ার হার, অন্যদিকে পেরুকে হারিয়ে পূর্ণ পয়েন্ট ডেনিশদের।দু’দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায়।

সামারা অ্যারেনায় আরো একবার দৃষ্টি থাকবে ফুটবল দুনিয়ার। কারণ এ ম্যাচের জয় পরাজয়ে অনেকটাই নির্ধারিত হয়ে যাবে গ্রুপ ‘সি’ থেকে কারা যাচ্ছে নক আউট পর্বে। যেখানে মুখোমুখি হচ্ছে দুই মহাদেশের দুই দেশ ডেনমার্ক এবং অস্ট্রেলিয়া।

স্বাভাবিক ভাবেই ফেভারিটের তকমা গায়ে নিয়ে অজিদের বিপক্ষে মাঠে নামবে ডেনিশরা। কারণটাও স্পষ্ট। র‌্যাংকিংয়ে ডেনিশ ডায়নামাইটসদের অবস্থান ১২ নম্বরে। অন্যদিকে এশিয়ার প্রতিনিধিরা রয়েছে ফিফা র‌্যাংকিংয়ের ৩৬ নম্বরে।

তাছাড়া প্রথম ম্যাচে পেরুর বিপক্ষে দারুণ জয়ে বিশ্বকাপ মিশন শুরু করা ডেনমার্ক এ ম্যাচে নিশ্চয়ই থাকবে বাড়তি আত্মবিশ্বাসী। পরিসংখ্যান কথা বলেছে ইউরোপের দেশটির পক্ষে। এর আগে তিন দেখায় ডেনিশদের জয় ২টি আর ১ ম্যাচে হার। তাছাড়া ক্রিস্টিয়ানসেন, এরিকসন, পোলসেন এবং জার্গেনসেনরা রয়েছেন দারুণ ছন্দে। এ ম্যাচে সকারুদের হারাতে পারলে দীর্ঘ দিন পর আবারো নক আউট পর্বে খেলার সুযোগ পাবে ডেনমার্ক।

অন্যদিকে, ২০১০ বিশ্বকাপের পর প্রথম জয়ের খোঁজে মাঠে নামবে এশিয়ার প্রতিনিধি অস্ট্রেলিয়া। সেই পথে প্রথম ম্যাচে ফ্রান্সের বিপক্ষে হারলেও ফরাসীদের বিপক্ষের অজিদের পারফরম্যান্স থেকে আত্মবিশ্বাস খুঁজতে পারে ভ্যান মারউইক শিষ্যরা।

এখন পর্যন্ত ফিফা বিশ্বকাপের নক আউট পর্বে খেলার সুযোগ হয়নি সকারুদের। এবারও সেই পথটা অনেকটাই বন্ধুর হয়ে গেলো প্রথম ম্যাচ হেরে। আসরে টিকে থাকতে হলে ডেনিশদের বিপক্ষে জয় বিকল্প অন্য কিছু চিন্তা করার সুযোগ নেই অজিদের। আর এই জয়ে পেতে সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে অজি তারকা কাহিলকে। সেই সাথে আছেন ক্রুস, রজিক এবং রিসডনরা।

অজি কোচ মারউইক এবং ডেনিশ কোচ হ্যারেইডে এর আগের দেখায় জয়ে পেয়েছে সকারুরা। দুই নতুন মোড়কে দুই কোচের দ্বৈরথে কে এগিয়ে যায় তা জানতে অপেক্ষা করতে হবে আরো কিছুক্ষণ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে