ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

রোনালদোর ৭০ শটে ৩ গোল, আবার ১০ শটেই ৪ গোল!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২১ ১০:৫৭:৫২
রোনালদোর ৭০ শটে ৩ গোল, আবার ১০ শটেই ৪ গোল!

বলছি পতুর্গিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর কথা। ২১তম বিশ্বকাপের শুরু থেকেই ফর্মের তুঙ্গে আছেন এ রিয়াল উইঙ্গার।

চতুর্থ বিশ্বকাপে মাঠ মাতানো এ তারকার এক পরিসংখ্যানে দেখা গেছে, গত তিন বিশ্বকাপে গোলপোস্টে তার শট ছিলো ৭০টি, সেখানে তার লক্ষ্যপূরণ হয়েছে মাত্র ৩টি। আর চলতি আসরের প্রথম দুই ম্যাচেই হ্যাটট্টিকসহ গোল করেছেন ৪টি। সেজন্য শট নিয়েছেন মাত্র ১০টি।

গ্রুপ পবের্র ম্যাচ শেষ না হতেই রোনালদোর এমন জ্বলে ওঠা অন্য তারকাদের উপর বাড়তি চাপ তৈরি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে লক্ষ্যপূরণে এখনও অনেক দূর যেতে হবে। ততক্ষণে হয়তো পাল্টে যাবে অনেক হিসেব।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে