ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

জেল থেকেই ধারাভাষ্য দেবেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২০ ২১:৪৯:৪৯
জেল থেকেই ধারাভাষ্য দেবেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা!

২০০৩ থেকে ২০১০ পর্যন্ত দেশের প্রেসিডেন্ট থাকাকালে দলের সাথে নিয়মিত একটা যোগাযোগ ছিল তার। ফুটবল নিয়ে নিজস্ব মতামতও দিতেন তিনি। এরই মধ্যে অবশ্য অন এয়ার হওয়া এক অনুষ্ঠানে ব্রাজিল দলকে সতর্ক করে দিয়েছেন লুলা। মনে করিয়ে দিয়েছেন 'পুচকে ডেভিডের হাতে দানবীয় যোদ্ধা গোলিয়াথ' এর হারের কথাও।

নিজেদের প্রথম ম্যাচে ৫বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ধাক্কা খেয়েছে প্রবল। শিরোপা প্রত্যাশীরা ড্র করেছে সুইজারল্যান্ডের সাথে। ২২ জুন চলমান রাশিয়া বিশ্বকাপে কোস্টা রিকার সাথে খেলা তাদের। আর তার আগে লুলা নেইমারদের সতর্ক করে দিয়ে বলেছেন, 'তোমরা সতর্ক থেকো। কারণ, আমরা সবাই জানি যেকোনো দিন পুচকে ডেভিড দৈত্যাকার গোলিয়াথকে হারিয়ে দিতে পারে।'

কিন্তু প্রশ্ন হলো কিভাবে লুলা এই ধারাভাষ্য দিচ্ছেন এবং দেবেন? ব্রাজিলের একটি টিভি স্টেশন সাও পাওলোর ভিটিভি (স্প্যানিশ ভাষার) লুলার সাথে যোগাযোগ করে তাকে ধারাভাষ্যের ব্যাপারে রাজি করিয়েছে। সেই সাথে যা সব অনুমতি লাগে তা নিয়েছে। 'এটা রসিকতা না।' খবরটি নিজের ফেসবুক পেজ ও লুলার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে জানিয়ে উপস্থাপক হোসে ট্রায়ানো বলেছেন, তার দৈনিক অনুষ্ঠানে নিজের মতামত দেবেন লুলা।

ফুটবল পাগল লুলা ৭ এপ্রিল জেলে যাওয়ার পর তার সেলে দ্রুত একটি টেলিভিশন দেওয়া হয়। তিনি করিন্থিয়াস ক্লাবের অন্ধ ভক্ত। ৭২ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট জেল থেকে তার মতামত লিখে তা পাঠাবেন টেলিভিশন স্টেশনের কাছে। কোটেশন মার্ক দিয়ে সেটা টেলিভিশন স্ক্রিনে তুলে দেওয়া হবে এবং পড়ে শুনানো হবে। এর মধ্যে একটিবার যা করা হয়েছে।

লুলা তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। বামপন্থী নেতার দাবি, রাজনৈতিক কারণে ইচ্ছে করেই তাকে ভোগান্তিতে ফেলা হয়েছে। জেলে থাকলেও ব্রাজিলের মানুষের কাছে অসম্ভব প্রিয় একজন মানুষ লুলা।

সূত্র : মার্কো প্রেস, দ্য মাস্ট।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে