ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

শততম ম্যাচে সুয়ারেজের গোলে এগিয়ে উরুগুয়ে(লাইভ দেখুন)

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২০ ২১:৪৬:০৫
শততম ম্যাচে সুয়ারেজের গোলে এগিয়ে উরুগুয়ে(লাইভ দেখুন)

'এ' গ্রুপের এই ম্যাচে জিতলে উরুগুয়ে স্বাগতিক রাশিয়াকে নিয়ে উঠে যাবে দ্বিতীয় রাউন্ডে। এক ম্যাচ হাতে রেখেই। আর সৌদি আরব ও মিসরের বিদায় হয়ে যাবে প্রথম রাউন্ড শেষ করার আগেই।

১১ বছর আগে কলম্বিয়ার বিপক্ষে সুয়ারেজের আন্তর্জাতিক অভিষেক। আর ১০০ ম্যাচ খেলতে তার সময় লাগলো প্রায় এক যুগ। তবে সুয়ারেজ বিশ্বকাপে শততম ম্যাচে গোল করার আনন্দ তো উপভোগ করবেনই। মাইলস্টোন ম্যাচে এবারের বিশ্বকাপে তার প্রথম গোল এটি।

যেটি আসলে সৌদি আরবের রক্ষণের ভুল এবং সুয়ারেজের পজিশন সেন্সের ফল। কর্ণার থেকে উড়ে আসা বল সেভ করতে গোলকিপার আলওয়াইজ বাইরে বেরিয়ে আসেন। লাফিয়ে বলে হাত লাগালেও সেটি সুয়ারেজের সামনে এসে পড়ে। বাঁ পায়ে ঠাণ্ডা মাথায় বলটাকে ফাঁকা হয়ে যাওয়া জায়গা দিয়ে জালে জড়িয়ে দেন দক্ষ ফরোয়ার্ড। সুয়ারেজ এমন আনমার্কড হয়ে গিয়েছিলেন আসলে আরবদের ভুলেই। তার মার্কসম্যান আসলে কে ছিলেন?

লাতিন আমেরিকার প্রতিষ্ঠিত শক্তি এবং দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের মুখোমুখি হয়েছে এশিয়ার সৌদি আরব। শক্তিতে ব্যবধান অনেক বেশি হলেও এটি বিশ্বকাপের ম্যাচ বলে কথা। প্রথম ম্যাচে উরুগুয়ে ১-০ গোলে হারিয়েছিল মিসরকে। আর সৌদি আরব ০-৫ গোলে উড়ে গিয়েছিল স্বাগতিক রাশিয়ার সামনে। মিসর দ্বিতীয় ম্যাচে রাশিয়ার কাছে হেরেছে। দুই ম্যাচেই জিতেছে স্বাগতিকরা। তার মানে এই ম্যাচে জিতলে রুশদের সাথে করেই দ্বিতীয় রাউন্ডে চলে যাবে উরুগুইয়ানরা।

ফিফা র‌্যাঙ্কিংয়ে উরুগুয়ে আছে ১৪ নম্বরে। অন্যদিকে সৌদি আরবের অবস্থান ৬৭তম। র‌্যাঙ্কিং একটা বার্তা দিয়ে রাখছে। তবে ২০০৬ সালের পর বিশ্বকাপে খেলতে আসা সৌদিদের অবস্থা আসলে করুণই বলতে হবে। প্রথম ম্যাচে ওভাবে বিধ্বস্ত হওয়ার ধকলও কাটিয়ে উঠতে পারেনি দলটি।

এই দুই দল বিশ্বকাপে এর আগে অবশ্য মুখোমুখি হয়নি কখনোই। তবে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে এর আগে দুই দল মুখোমুখি হয়েছিল ২বার। ২০০২ সালে জিতেছিল উরুগুয়ে। ২০১৪ সালে খেলা ম্যাচটি ড্র হয়।

ম্যাচটি অনলাইনে লাইভ দেখুন এখানে…

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে