ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

আর্জেন্টিনার জন্য কাঁদে মেসি : মেসির মা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২০ ২০:৪৮:৩৩
আর্জেন্টিনার জন্য কাঁদে মেসি : মেসির মা

এমনটিই জানিয়েছেন লিওনেল মেসির মা সেলিয়া কুচিত্তিনি। সেলিয়া জানান, ‘আমরা তাকে অনেকসময় কাঁদতে ও কষ্ট পেতে দেখি। এটা কষ্টকর যখন তারা বলে জাতীয় দলের জন্য সে একই কষ্ট করে না। কারণ এটা তেমন কিছু নয়। বিশ্বকাপ জিততে যে প্রথম মানুষটা চায় সে-ই মেসি। সৌভাগ্যবশত, মানুষ তাকে ভালোবাসে এবং সে এটা গ্রহণ করে। সে এগুলোকে প্রচুর গুরুত্ব দেয়।’

এছাড়া মেসির বিশ্বকাপ স্বপ্ন নিয়ে তার মা বলেন, ‘আমি তাকে অনেক আশা করতে দেখি। কারণ তার স্বপ্নই হচ্ছে, বিশ্বকাপটিকে ঘরে আনা এবং বিশ্বকাপ জেতা। এটিই তার অনেকগুলো স্বপ্নের মধ্যে অন্যতম একটি।’

এছাড়া মেসির প্রতি শুভকামনাও জানিয়েছেন মেসির মা সেলিয়া কুচিত্তিনি। তিনি বলেন, ‘আমি তাকে শুভকামনা জানিয়েছি। তাকে নিজের খেয়াল রাখতে বলেছি। আমি তাকে বলেছি শুধু উপভোগ করতে, সে গ্রান্দোলিতে খেলার সময় যেমন উপভোগ করতো।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে