ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

বাংলাদেশকে বাদ দিলেও আফগানিস্তানকে আমন্ত্রণ জানাচ্ছে অস্ট্রেলিয়া

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২০ ১৭:৪৭:২৮
বাংলাদেশকে বাদ দিলেও আফগানিস্তানকে আমন্ত্রণ জানাচ্ছে অস্ট্রেলিয়া

আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, চলতি বছরের আগস্ট এবং সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু গত মে মাসে ক্রিকেট অস্ট্রেলিয়া সাফ জানিয়ে দেয়, এই সিরিজ আয়োজন সম্ভব নয়। আর্থিকভাবে সেটা লাভজনক হবে না।

তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজে অনীহা থাকলে বর্ধিত এফটিপিতে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট রেখেছে অস্ট্রেলিয়া। ২০২০ সালে ঐতিহাসিক এই টেস্টটি খেলবে আফগানরা। এছাড়া ৩০ বছরেরও বেশি সময় পর অজিদের বিপক্ষে প্রথমবারের মতো মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে টেস্ট খেলবে নিউজিল্যান্ড। আর অজিরা বাংলাদেশ সফরে আসবে ২০২০ সালের ফেব্রুয়ারিতে।

আইসিসির গভর্নিং বডির সভায় নয় দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ আর ওয়ানডে লিগেরও একটা খসড়া তৈরি করা হয়েছে। যেখানে অন্তর্ভুক্ত থাকবে আগামী বছরের জুলাইয়ে অস্ট্রেলিয়ার অ্যাশেজ সিরিজটিও। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপে থাকছে না জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড আর আফগানিস্তান।

বাকি নয় দলের মধ্যে ২০২১ সালের মাঝামাঝি পর্যন্ত প্রতিটি টেস্টই পয়েন্টের হিসেবে হবে। সেখান থেকে সেরা দুই দল পয়েন্টের ভিত্তিতে শিরোপার জন্য লড়বে। ফাইনালের ভেন্যু এখনও নিশ্চিত করা হয়নি। তবে ২০২১ সালের জুলাইয়ের দিকে লর্ডসে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে।

এফটিপিতে ২০২৩ সাল পর্যন্ত পাঁচ বছরের চক্র রয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপে থাকা দলগুলো দুই বছরের চক্রে ছয়টি সিরিজে (হোম এন্ড অ্যাওয়ে) খেলবে। ওয়ানডে লিগে থাকা দলগুলো ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে আটটি তিন ম্যাচের সিরিজ খেলবে। ১৩ দলের ওয়ানডে লিগে সবগুলো ওয়ানডে সিরিজই হবে তিন ম্যাচের। এখান থেকে সেরা আট দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

দলগুলোর জন্য তিন ম্যাচের চেয়ে দীর্ঘ ওয়ানডে সিরিজ আয়োজনের একমাত্র সুযোগ থাকবে বিশ্বকাপের আগমুহূর্তে। ওয়ানডে লিগ শেষ হবার পরের সময়টায় এই সিরিজ দ্বিপাক্ষীয় ভিত্তিতে আয়োজন করতে পারবে তারা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে