ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

দেখে নিন পতুর্গাল-মরক্কোর একাদশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২০ ১৭:৪৬:২৫
দেখে নিন পতুর্গাল-মরক্কোর একাদশ

প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে ১-০ গোলে হেরেছে মরক্কো। দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে আজকের ম্যাচে জয় পেতেই হবে ৪২ র‌্যাংকিংধারী আফ্রিকার দেশটিকে।

এদিকে, রোনালদোর পর্তুগাল প্রথম ম্যাচে স্পেনের সঙ্গে করেছে ৩-৩ গোলে ড্র। র‌্যাংকিংয়ে চারে থাকা দলটি স্বভাবতই মরক্কোর থেকে শক্তিমত্তায় অনেকটাই এগিয়ে। ফলে জয়ের বিকল্প তারাও ভাববে না।

পর্তুগাল একাদশ : রুই প্যাত্রিসিও (গোলরক্ষক), পেপে, রাফায়েল গুয়েরেইরো, হোসে ফন্তে, কেডরিক, জোয়াও মুতিনহো, হোয়াও মারিও, বার্নার্ডো সিলভা, উইলিয়াম কার্ভালহো, ক্রিশ্চিয়ানো রোনালদো (অধিনায়ক), গনক্যালো গুয়েদেস।

মরক্কো একাদশ : মুনির এল কাজুই (গোলরক্ষক), আশরাফ হাকিমি, ম্যানুয়েল দ্য কস্তা, মেধি বেনাতিয়া (অধিনায়ক), নাবিল দিরার, হাকিম জিয়েচ, করিম এল আহমেদি, ইউনুস বেলহানদা, এমবার্গ বোসুফা, নরদিন আমরাবাত, খালিদ বোতাইব।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে