ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

আজও কি ম্যাজিক দেখাবেন সিআর ‘হেভেন’ ?

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২০ ১৬:৫৫:৫৯
আজও কি ম্যাজিক দেখাবেন সিআর ‘হেভেন’ ?

সেই ম্যাচে এগিয়ে থেকে বার বার পিছিয়ে পড়েও রোনালদোর গোলেই সমতায় ফেরে পর্তুগাল। ম্যাচের চার মিনিটে স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। এরপর ম্যাচের ৪৪ ও ৮৮ মিনিটে গোল নিজের হ্যাটট্রিক পূরণ করেন সিআরসেভেন। তবে শেষের গোলটি নিয়ে আলাদাভাবে কিছু না বললেই নয়। ফ্রি কিক থেকে অসাধারণ এক শটে স্পেনের গোলরক্ষক ডি গেয়াকে পরাস্ত করেন রোনালদো। ডি গেয়াকে দেখে মনে হচ্ছিলো যেন তিনিও গোলটি উপভোগ করতে চান। অবাক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন স্পেনের এই সেরা গোলরক্ষক।

সেই এক হ্যাটট্রিকে চারটি রেকর্ড গড়েন রোনালদো। সেই হ্যাটট্রিকটি পর্তুগালের হয়ে বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় হ্যাটট্রিক। এর আগে ১৯৬৬ সালে ইউসেবিও এবং ২০০২ সালে পালুয়েতা পর্তুগালের হয়ে বিশ্বকাপে হ্যাটট্রিক করেছিলেন। শুধু তাই নয় বিশ্বকাপের ইতিহাসের মাত্র চতুর্থ খেলোয়াড় হিসেবে চারটি ভিন্ন ভিন্ন বিশ্বকাপে (২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮) গোল করার রেকর্ড গড়েন এই গোলমেশিন। সেই সঙ্গে একমাত্র খেলোয়াড় হিসেবে আটটি বড় টুর্নামেন্টে (বিশ্বকাপ, ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ এবং কোপা আমেরিকা) গোল করলেন রোনালদো। এছাড়াও বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী (৩৩ বছর) খেলোয়াড় হিসেবে গোল করার করলেন রোনালদো।

তাই আজও সবাই রোনালদোর দিকেই তাকিয়ে। কেননা আজ মরক্কোর বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে পর্তুগাল। আর এই মাচে জিততেই হবে পর্তুগালকে। নাহলে যে প্রথম রাউন্ডেও শেষ হতে পারে পাঁচ বারের ব্যালন ডি অর জয়ী রোনালদোর কথিত `শেষ বিশ্বকাপ`।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে