ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

সঞ্জয়ের বায়োপিক নিয়ে সালমানের মন্তব্যের জবাব দিলেন রণবীর

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২০ ১৬:১৯:৫৫
সঞ্জয়ের বায়োপিক নিয়ে সালমানের মন্তব্যের জবাব দিলেন রণবীর

কিন্তু সালমানের মনের ক্ষোভ যায়নি। এমনই আভাস মিলল সম্প্রতি। ‘সঞ্জু’র ট্রেলার নিয়ে নতুন করে পরিস্থিতি জটিল হতে শুরু করল। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের সংবাদ প্রতিদিন পত্রিকা।

ঘটনার সূত্রপাত হয় ‘রেস থ্রি’র প্রচারের সময়। সালমানকে সামনে পেয়ে ‘সঞ্জু’র ট্রেলার সম্পর্কে তার মতামত জানতে চান সাংবাদিকরা। যার উত্তরে ভাইজান সালমান জানান, সিনেমার শেষের দিকটা সঞ্জয় দত্তের নিজের অভিনয় করা উচিত ছিল। ওই ৮ থেকে ১০ বছরের কাহিনি তিনি ছাড়া আর কেউ ফুটিয়ে তুলতে পারবেন না। ‘সঞ্জু’র প্রচারেই সালমানের এ মন্তব্যের জবাব দেন রণবীর।

জুনিয়র কাপুর রণবীর বলেন, ‘নিজের বায়োপিকে আজ পর্যন্ত কাউকেই অভিনয় করতে দেখা যায়নি। এটা রিল ও রিয়েলের পার্থক্যকে নষ্ট করে দেবে। তুলনা হবে, এটা আমি জানতাম। নিজের সেরাটা দেওয়ারই চেষ্টা করেছি। দর্শক আমায় ৪০ বছরের সঞ্জয় দত্তের চরিত্রেই দেখুক অথবা ২০ বছরের, তারা যেন ভাবেন একজন অভিনেতা সঞ্জয়ের চরিত্র ফুটিয়ে তুলছেন। হ্যাঁ, এটা সত্যিই আমি দ্বিতীয় সঞ্জয় দত্ত হতে পারবো না।’

এমনিতে সালমানের সঙ্গে কাপুর পরিবারের বেশ ভাল সম্পর্ক। কারিশমা ও কারিনা কাপুর নায়কের বেশ কাছের। কিন্তু রণবীর-ক্যাটরিনার সম্পর্কের পর থেকেই তা খারাপ হতে শুরু করে। কিছুদিন আগে আবার সোনম কাপুরের রিসেপশনে সালমানের ভাতৃবধূর সঙ্গে খারাপ ব্যবহার করেন ঋষি কাপুর। সোহেলের স্ত্রীর সঙ্গে জোর গলায় কথা বলেন তিনি। এতে বেজায় ক্ষিপ্ত হয়ে যান সল্লু। পরে অবশ্য নীতু কাপুর বিষয়টি মিটমাট করে নেওয়ার চেষ্টা করেন। তবে নিন্দুকদের মতে, সল্লুর মনে ক্ষোভ রয়ে গেছে। তাই হয়তো ‘সঞ্জু’র চরিত্রে রণবীরকে মেনে নিতে পারছেন না।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে